Home Loan Subsidy: নিশ্চিন্তে বাড়ি বানান! হোম লোনে আসছে বিরাট ভর্তুকি, মোদীর ৬০,০০০ কোটির স্কিম

ছোট শহর এলাকায় বাড়ি তৈরির জন্য এবার লোনে ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার। এজন্য সরকার প্রায় ৬০,০০০ টাকা খরচ করতে পারে বলে খবর। আগামী পাঁচবছরে এই লোনে দেওয়া হতে পারে। খবর রয়টার্স সূত্রে।

আসলে স্বপ্নের বাড়ি তৈরির ইচ্ছা অনেকেরই থাকে। কিন্তু সাধ থাকলেও সাধ্য়ে কুলোয় না। তবে এবার হবে স্বপ্নপূরণ হতে পারে। বিরাট ভর্তুকির স্কিম নিয়ে আসছে মোদী সরকার। আর আপনাকে চিন্তায় থাকতে হবে না। বাড়ি তৈরি এবার আরও সহজ হয়ে যাচ্ছে।

অভিজ্ঞ মহলের মতে, কিছুদিনের মধ্য়ে ব্যাঙ্কে এই স্কিম চলে আসতে পারে। এক্ষেত্রে ছোট শহর এলাকায় বাড়ি হলে সেই সুযোগ পেতে পারেন আপনিও। মনে করা হচ্ছে, সামনেই দেশের একাধিক রাজ্যে ভোট। আবার লোকসভাও ভোটও রয়েছে সামনের বছর। তার আগে জনতার মন জয় করার জন্য বড় উদ্যোগ সরকারের। এর আগে রান্নার গ্যাসের দাম একধাক্কায় কমিয়ে দিয়েছিল সরকার। এবার লোনের ক্ষেত্রেও ভর্তুকি দেওয়া হতে পারে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনিয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তবে ঠিক কেমন হবে ব্যাপারটা তানিয়ে পরিষ্কারভাবে কিছু জানা যায়নি।

তবে এই স্কিম লাগু হলে আখেরে মধ্য়বিত্তের অনেকটাই লাভ হবে। মনে্ করা হচ্ছে এক্ষেত্রে হোম লোনে ৩-৬.৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলতে পারে। মনে করা হচ্ছে যে হোম লোনগুলির মেয়াদ ২০ বছর আর পাঁচ মিলিয়নের নীচে লোন হলে তারা এই সুবিধা পেতে পারেন।

তবে মন্ত্রিসভার অনুমোদন পেলেই এই স্কিম গোটা দেশ জুড়ে লাগু হতে পারে। মূলত শহর এলাকায় আর্থিক ক্ষমতা যাদের ভালো নয়, অথচ লোন নিয়ে বাড়ি তৈরি করছেন যাঁরা তাঁদের জন্য এবার সুখবর। গত অগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তব্যে বলেছিলেন, শহরাঞ্চলে যাঁরা ভাড়া বাড়িতে বসবাস করেন, যারা বস্তি এলাকায় থাকেন, চালা ঘরে থাকেন সেই পরিবারের সুবিধার জন্য আমরা বিশেষ স্কিম নিয়ে আসছি।