Industry: ৫৫০ কোটি বিনিয়োগ পানাগড়ে, দিশা দেখাচ্ছে ধানসেরি, শিল্পের ‘ভরা জোয়ার’ বাংলায়

সদ্য বিদেশ থেকে ফিরেছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শিল্প সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। তার মধ্য়েই সামনে এল শিল্প সংক্রান্ত নতুন আশার খবর। সূত্রের খবর, বর্ধমানের পানাগড়ে প্রায় ৪০ একর জায়গার উপর গড়ে উঠেছে এই পলি ফিল্মস তৈরির কারখানা। রাজ্যের শিল্পায়নের টুপিতে নয়া পালক। ধানসেরি গোষ্ঠীর পলিফিল্মস তৈরির কারখানা।

এই কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫০ হাজার টন। অন্তত ২০০ জনের কর্মসংস্থান হতে পারে এই কারখানায়। পরোক্ষভাবে প্রায় ৩০০জন কাজ পেতে পারেন । সব মিলিয়ে ফের নতুন করে আশা জাগাচ্ছে ধানসেরি শিল্পগোষ্ঠী। একদিকে বিপুল বিনিয়োগ। অন্যদিকে কর্মসংস্থানেও সম্ভাবনা। সেক্ষেত্রে এই শিল্পে বিনিয়োগের পরে আরও যদি নতুন উদ্যোগপতিরা আসতে শুরু করেন তবে আখেরে লাভ হবে বাংলারই।

সূত্রের খবর, পানাগড়ের শিল্প তালুকে ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালসের হাতে ৫০০ একর জমি রয়েছে। সেখানেই জায়গা নিয়েছিল ধানসেরি গোষ্ঠী। মূলত খাবার বা মিষ্টির উপর যে মোড়ক দেওয়া হয় তারই কারখানা। প্রায় ৫৫০ কোটি টাকায় তৈরি এই শিল্প কারখানা।

পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়েছে। তবে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হতে অক্টোবর মাসের মাঝামাঝি হয়ে যাবে। পুজোর পরে বাংলার মুখ্য়মন্ত্রী এই কারখানার উদ্বোধন করতে পারেন। সেজন্য তাঁর কাছে সময় চাওয়া হয়েছে। ওই গোষ্ঠীর এক্সিকিউটিভ চেয়ারম্যান সিকে ধানুকা পরীক্ষামূলকভাবে উৎপাদন চালুর কথা ঘোষণা করেছিলেন।

তবে এবার স্পেনে গিয়েও রাজ্য় প্রশাসনের কর্তারা মিত্তাল শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেছিল। শালবনিতে শিল্প গড়ার কথা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তবে তার মধ্য়েই ধানসেরিকে ঘিরে নতুন আশার খবর। পুজোর আগে শুরু হতে পারে উৎপাদন।