Khalistani: ভারতকে টুকরো করতে চেয়েছিল খলিস্তানি জঙ্গি পান্নুন, উর্দুস্তান বানানোর ছক! আসল পরিচয়টা কী?

খলিস্তানি জঙ্গি গুরুপাতোয়ান্ত সিং পান্নুন। গত সপ্তাহেই চন্ডীগড় ও অমৃতসরে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। এবার তার সম্পর্কে বিস্ফোরক অভিযোগ সামনে এল। এনডিটিভি সূত্রে খবর, তিনি নাকি ভারতকে বহু ভাগে ভাগ করার ছক কষেছিলেন। শিখস ফর জাস্টিসের মাথায় রয়েছেন এই পান্নুন।

সূত্রের খবর, এনআইএ পান্নুন সম্পর্কে বিস্ফোরক কিছু তথ্য় পেয়েছে। তারা জানতে পেরেছে এই ব্যক্তি অডিও মেসেজের মাধ্যমে ভারতে ভারতের ঐক্যবদ্ধতা ও সংহতিকে চ্যালেঞ্জ জানিয়েছিল। এমনকী কাশ্মীরের লোকজনের জন্য় আলাদা দেশ তৈরির চেষ্টা করতে চেয়েছিল তারা। মুসলিম দেশ বানানোর ছক কষছিল।

পাঞ্জাব সহ দেশের বিভিন্ন প্রান্তে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে এই পান্নু। নানাভাবে জঙ্গি কার্যকলাপকে ছড়়িয়ে দেওয়ার ছক। সেই ২০১৯সাল থেকে এনআইএ এই ব্যক্তিকে খুঁজছে। তার বিরুদ্ধে ভারতের একতাকে ভঙ্গ করার অভিযোগ। সাইবার মাধ্যমে পাঞ্জাবের সাধারণ যুবকদের মধ্যে বিচ্ছিন্নতাবাদের বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে এই ব্যক্তি। খলিস্তান নামক স্বাধীন রাজ্য তৈরির জন্য় কার্যত উঠেপড়ে লেগেছে এই ব্যক্তি।

তবে ২০১৯ সালে ভারত সরকার এই শিখস ফর জাস্টিস নামক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তারপর থেকেই পান্নুন খোঁজে তল্লাশি চলতে থাকে। ২০২২ সালের জুলাই মাস। পান্নুনকে জঙ্গি বলে ঘোষণা করে ভারত সরকার। তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির জন্যও অনুরোধ করা হয়েছিল। কিন্তু দুবার ইন্টারপোল সেই প্রস্তাব খারিজ করে দেয়।

সম্প্রতি ফের ভারতীয় কূটনীতিবিদদের নানা ভাবে হুমকি দিচ্ছে এই পান্নুন। কানাডায় যখন খলিস্তানি ইস্যু মাথাচাড়া দিচ্ছে তখন ফের সামনে আসছে সেই পান্নুনের নাম। সে ভারতে অশান্তির বিষ ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ। অপর এক খলিস্তানি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনার পর থেকেই কানাডার বিভিন্ন প্রান্তে থাকা খলিস্তানপন্থীরা নতুন করে সরব হতে শুরু করেছে। সেই সঙ্গেই কানাডার প্রধানমন্ত্রী বিতর্কিত মন্তব্যকে ঘিরেও নতুন করে উত্তেজনা বাড়তে থাকে।

কে এই পান্নুন?

মনে করা হয় পাকিস্তানের খানকোট গ্রাম থেকে তার পরিবার এসেছিল। তার বাবা মা দুজনেই মারা গিয়েছেন। ভাই মাগোয়ান্ত সিং বিদেশে থাকে। এদিকে পান্নুন মুসলিম দেশ তৈরির চেষ্টাও করেছিল। সেই দেশের নাম হত ডেমক্র্যাটিক রিপাবলিক অফ উর্দুস্তান। মূলত কাশ্মীরের যুবকদের উসকানি দিয়ে ভারত বিরোধী কার্যকলাপকে ছড়িয়ে দেওয়ার তাল করেছিল সে। তার বিরুদ্ধে দেশে অন্তত ১৬টি মামলা রয়েছে।