Supreme Court: এই প্রথম শুনানিতে অংশ নিলেন মূক ও বধির আইনজীবী, রচিত হল সুপ্রিম ইতিহাস

সুপ্রিম কোর্টের ইতিহাসে এই প্রথম। এক মূক ও বধির আইনজীবী সাংকেতিক ভাষার মাধ্যমে শুনানি করলেন। একজনের সহযোগিতায় তিনি এই শুনানিতে অংশ নেন। সারা সানি নামে ওই মহিলা আইনজীবী কার্যত নজির তৈরি করলেন সুপ্রিম কোর্টে। দোভাষি হিসাবে তাঁর সঙ্গে ছিলেন সৌরভ রায় চৌধুরী। সারা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যেটা বলছিলেন সেটাই তুলে ধরেন সৌরভ রায় চৌধুরী। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সামনে তিনি সারার বক্তব্য তুলে ধরেন। 

এদিকে প্রথমদিকে সানির জন্য স্ক্রিন দিতে চায়নি কন্ট্রোলরুম। কেবলমাত্র স্ক্রিনে ছিলেন সৌরভ রায় চৌধুরী। তবে পরে প্রধান বিচারপতির নির্দেশে সানিও সেখানে জায়গা পান। অ্যাডভোকেট অন রেকর্ড সঞ্চিতা আইন যাবতীয় ব্যবস্থাপনা করেছিলেন বলে খবর এনডিটিভি সূত্রে। 

এদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আগেই জানিয়েছিলেন বিশেষভাবে সক্ষমরাও যাতে আইনি প্রক্রিয়ায় আরও ভালোভাবে অংশগ্রহণ করতে পারেন সেটা দেখা দরকার। এমনকী তিনি নিজেও দুজন বিশেষভাবে সক্ষম কন্য়াকে প্রতিপালন করেন। 

এমনকী এই বছরের গোড়ার দিকে তিনি তাঁর দুই পালিতা কন্যাকে সুপ্রিম কোর্টে নিয়ে এসে দেখিয়েছিলেন কীভাবে আদালতের কাজ চলে। সেটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন তাঁর মেয়েদের। 

এদিকে সুপ্রিম কোর্টে সাংকেতিক ভাষার মাধ্যমে মামলায় সওয়াল করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রশাসনও এব্যাাপারে সহযোগিতা করেছে বলে খবর। 

অন্যদিকে রবিবার থেকে দুদিনের জন্য জাতীয় স্তরের সেমিনার আয়োজন করা হয়েছিল। শিশু সুরক্ষা নিয়ে এই সেমিনার। সেখানে প্রথমবার সাইন ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দেওয়ার জন্য দোভাষী উপস্থিত ছিলেন। এমনকী ব্রেইল অক্ষরে কর্মসূচির বিবরণ লেখা হয়েছিল। যাতে দৃষ্টিহীনরাও এই সুযোগটা নিতে পারেন। সুপ্রিম কোর্টের জুভেনাইল জাস্টিস অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এই সেমিনারের আয়োজন করেছিল। 

তবে এবার শুনানিতেও অংশ নিলেন মূক আইনজীবী। কার্যত ইতিহাস তৈরি করল সুপ্রিম কোর্ট। বিশেষভাবে সক্ষম যিনি কানে শুনতে পান না, মুখে বলতে পারেন না তিনি অংশ নিলেন শুনানিতে। এটা আশার আলো দেখাচ্ছে অনেককেই।