কোনও জেরা বা FIR নয়, CBIএর SITএর সদস্যদের রক্ষাকবচ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

কুন্তল ঘোষের করা অভিযোগের ভিত্তিতে দায়ের মামলায় CBI-এর SIT সদস্যদের রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার সিট প্রধান অশ্বিন সেনভির বক্তব্য শোনার পর এই নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে এব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে আদালত।

এদিন আদালতে আদালত গঠিত সিটের প্রধান অশ্বিন শেনভি বলেন, কুন্তলের অভিযোগের প্রেক্ষিতে দায়ের মামলায় তাদের আধিকারিককে বিভিন্ন জায়গায় হাজিরা দিতে হচ্ছে। যার ফলে মূল মামলার তদন্ত প্রভাবিত হচ্ছে।

একথা শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে দায়ের মামলায় CBI-এর সিটের কোনও সদস্যের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। তাদের তলব বা জেরা করতে পারবে না কোনও তদন্তকারী সংস্থা। এমনকী তাদের বিরুদ্ধে নতুন করে কোনও FIR দায়ের করা যাবে না।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে তাঁর ওপর চাপ দিচ্ছে সিবিআই ও ইডি। এই মর্মে নিম্ন আদালতে অভিযোগ জানিয়েছিলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। একই কথা জানিয়ে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ওই মামলার তদন্তভার CBI ও EDকে দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু কলকাতা পুলিশকে নিয়ে SIT গঠন করে যৌথ তদন্তের নির্দেশ দেন সিবিআই আদালতের বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায়। এর পরই সিবিআইয়ের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ করতে শুরু করে কলকাতা পুলিশ। সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে আগেই এই সিটকে ভেঙে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার এই মামলায় CBI সিটের আধিকারিকদের রক্ষাকবচ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।