চুরি করতে ঢুকেছিলাম, লোকজন টের পেয়ে গেছে, আমাকে বাঁচান, পুলিশকে ফোন চোরের

ধরা পড়ে প্রাণে বাঁচতে পুলিশকে ফোন করল চোর। আর পুলিশের তৎপরতা আপাতত রক্ষা পেল সে। ঘটনা বাংলাদেশের রাজধানী ঢাকার কদমতলি থানা এলাকার। হৃদয় নামে ওই চোরকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সেদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোর রাত সওয়া চারটের সময় এমারজেন্সি নম্বর ৯৯৯-এ একটি ফোন পান এক টেলি কলার। ফোনের উলটো দিকে থাকা ব্যক্তি বলেন, ‘হ্যালো, পুলিশ কন্ট্রোল? আমি একটা দোকানে চুরি করতে ঢুকসিলাম। লোকজন টের পাইয়া গেসে। আমারে তো পিটাইয়া মাইরা ফেলাইবো। আমরে আপনারা গ্রেফতার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান। আমারে বাঁচান।’

সঙ্গে সঙ্গে বিষয়টি কদমতলি থানায় ৯৯৯ অপারেটর। খবর পেয়েই তৎপর হয় পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। ততক্ষণে এলাকার বাসিন্দা চোর বাবাজীবনের পিঠে বেশ কয়েক ঘা পড়ে গিয়েছে। জনতার হাত থেকে চোরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে গ্রেফতার করেন তারা।

ঘটনার কথা স্বীকার করেছেন সেদেশের জরুরি সেবা বিভাগের জনসংযোগ আধিকারিক আনোয়ার সত্তার।