Ration distribution credit: রেশন স্লিপে কাদের লোগো ব্যবহার করতে হবে? সংঘাতে কেন্দ্র ও রাজ্য

বিভিন্ন প্রকল্পের নাম নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দড়ি টানাটানি দীর্ঘদিনের। সে ক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রায়ই কেন্দ্রের প্রকল্পের নাম বদল করার অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এনিয়ে বহুবার সরব হতে দেখা গিয়েছে। এবার রেশনেও প্রধানমন্ত্রী গরিব কল্যাণের লোগো  ব্যবহার করা হবে নাকি রাজ্য সরকারের বিশ্ব বাংলা লোগো তা নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে শুরু হয়েছে দড়ি টানাটানি। কেন্দ্র চায়ছে রেশনের স্লিপে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার নাম লেখা হোক অন্যদিকে রাজ্য চাইছে বিশ্ব বাংলার লোগো ব্যবহার করা হোক। তাই নিয়ে শুরু হয়েছে কেন্দ্র রাজ্যের টানাপোড়েন।

আরও পড়ুন: রেশন ডিলারদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, সমস্যা সমাধানের নির্দেশ খাদ্যমন্ত্রীর

রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, কেন্দ্র সরকার শুধুমাত্র চাল, গম দিয়ে থাকে। তবে সেটা রাজ্য সরকার বন্টন করে থাকে। ফলে এখানে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা রয়েছে। তাই সেখানে বিশ্ব বাংলার লোগো ব্যবহার করা হোক। ডিলাররা অবশ্য কোনও বিতর্কের মধ্যে যেতে চাইছেন না। তাঁদের বক্তব্য, রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই তাঁরা মেনে নেবেন। খাদ্য মন্ত্রীর পাশাপাশি রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রেশন স্লিপ নিয়ে সরব হয়েছেন। তাঁর বক্তব্য, সামনে লোকসভা ভোট। তাই নির্বাচনী প্রচারকে কাজে লাগাতে এমনটা করতে চাইছে কেন্দ্র।

রেশন ডিলারদের বক্তব্য, তাঁরা রাজ্য সরকারের লাইসেন্স হোল্ডার। কেন্দ্র তাঁদের লাইসেন্স দেয়নি। ফলে রাজ্য সরকার যে নির্দেশ দেবে সেই নির্দেশই তাঁরা পালন করবেন। অন্যদিকে, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, প্রধানমন্ত্রী ছবি ব্যবহার করতে হবে সেই নির্দেশ সুপ্রিম কোর্টের আছে। আসলে তৃণমূলের নেতা মন্ত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই কেন্দ্রকে নানাভাবে অপদস্ত করতে চায়ছে। তবে মানুষ জানে কে সত্যি বলছে? কে কতটা কাজ করেছে? মানুষের কাছে ওদের কথার কোনও গ্রহণযোগ্যতা নেই। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার চায়ছে তাদের প্রকল্পগুলিতে কেন্দ্রের লোগো রাখা হোক। তবে রাজ্য চায়ছে বিশ্ব বাংলার লোগো ব্যবহার করা হোক। এ নিয়ে অনেক সংঘাত রয়েছে। তবে কেন্দ্র ও রাজ্যের এই সংঘাতে মাঝখানে পড়ে সাধারণ মানুষের রেশনে কোনও কোপ পড়বে কিনা তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে শেষ পর্যন্ত রেশন স্লিপে কোনটা ব্যবহার করা হয় সেটাই দেখার।