Tamim Iqbal: ‘ডাহা মিথ্যা’! বিশ্বকাপ থেকে বাদ পড়তেই বিস্ফোরক তামিম, ধুয়ে দিলেন বিসিবি-কে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ জল্পনার পরেই বাংলাদেশ গত মঙ্গলবার বিশ্বকাপের (ICC World Cup 2023) দল ঘোষণা করেছে। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্য়াচের পরেই স্কোয়াড বেছে নেয় বাংলাদেশ। মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে গত সোমবার রাতে বিসিবি (BCB) সভাপতি নাজমুল হাসান পাপন (Najmul Hasan Papon), দলের অধিনায়ক সাকিব আল হাসান (Shakib Al Hasan) ও কোচ চণ্ডীকা হাথুরুসিংহের (Chandika Hathurusingha) সঙ্গে বৈঠকে বসেন। তারপরেই তাঁরা কাপযুদ্ধের সৈনিকদের বেছে নেন। তবে এই দলে নেই তামিম ইকবাল (Tamim Iqbal)!  অভিজ্ঞ বাঁ-হাতি ব্য়াটারকে চোটের জন্য়ই দলে নেওয়া হয়নি বলে জানা যায়। বুধবার সন্ধ্যায় তামিম ফেসবুকে ভিডিয়ো পোস্ট করে বিস্ফোরক কথা বললেন। মিথ্যা প্রচারের জন্য় তামিম ধুয়ে দিলেন বিসিবি-কে। ১২ মিনিটের ভিডিয়োর নির্বাচিত অংশই তুলে ধরা হল এখানে।

আরও পড়ুন: Bangladesh | ICC World Cup 2023: মহাতারকাকে বাদ দিয়েই কাপযুদ্ধের দল ঘোষণা সাকিবদের!

তামিম এদিন ফেসবুক ভিডিয়োতে বলেন, ‘শেষ কয়েক দিন মিডিয়াতে আমার ব্যাপারে যা লেখা হয়েছে আর আসলে যা ঘটেছে, তা পুরোপুরি আলাদা। পুরো জিনিসটাই ধাপে ধাপে আপনাদের জানাব। কারণ আমার ভক্ত ও বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের তা জানা উচিত। সবাই জানেন যে, আমি অবসর নিয়েছিলাম, অবসরে যাওয়ার কিছু কারণ ছিল। এরপর প্রধানমন্ত্রীর অনুরোধে ফিরে আসি। ফেরার পরের দু’মাস আমি কঠোর পরিশ্রম করি নিজেকে ফিট করার জন্য। ফিজিয়ো থেকে শুরু করে সকলে, যা চেয়েছিল সেটাই করেছি। এই ব্য়াপারে সকলেই একমত হবেন। খেলা শুরু হওয়ার সময়ে যখন এগিয়ে এল, আমি তখন মানসিক ভাবে খুশি ছিলাম না। নিজের জীবনের সঙ্গে রিলেট করলে বুঝতে পারবেন, এটা সহজ না। প্রথম ম্যাচে ৩০-৩৫ ওভার ফিল্ডিং করলাম, ব্যাটিংয়ের সুযোগ পাইনি দুর্ভাগ্যবশত। পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ এল। দুর্ভাগ্যবশত ম্যাচটা আমরা হেরে যাই। তবে ওই সময় আমার দরকার ছিল কিছুটা রান করা, ব্যাটিংটা অনুভব করার প্রয়োজন ছিল। যেভাবে ব্যাটিং করেছিলাম তাতে আমি অনেক খুশি ছিলাম। আমি মাত্র ৪৪ রান করেছিলাম, তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম বড় কিছুর জন্য। তবে সেটিও হয়নি দুর্ভাগ্যজনক ভাবে। সে ম্যাচের পর আমি মানসিক দিক দিয়ে খুশি ছিলাম। যা শেষ ৪-৫ মাস হয়েছে, সেগুলো মাথায় অতটা ছিল না সেভাবে। আমি খেলতে মুখিয়ে ছিলাম, বিশ্বকাপ খেলতেও মুখিয়ে ছিলাম।

স্বাভাবিকভাবেই এতদিন পর চোট সারিয়ে ক্রিকেট খেললে ব্যথা অস্বস্তি থাকবেই। প্রথম ম্যাচের পরও ব্যথা অনুভব করেছিলাম। যখন খেলা শেষ হয় তখন ফিজিয়োকে আমার অবস্থা জানিয়ে ছিলাম। ঠিক ওই মুহূর্তে তিনজন নির্বাচক ড্রেসিংরুমে আসেন। আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই, আমি কোনও সময়ে, কোনও মুহূর্তে, কাউকে কোনও সময় বলিনি যে, আমি পাঁচটা ম্যাচের বেশি খেলতে পারব না। আমি নিশ্চিত, গতকাল নান্নু ভাইও পরিষ্কার করেছে এটা। এটা মিথ্যা কথা, ভুল কথা। আমি জানি না এটা মিডিয়ায় কীভাবে ফিট করা হয়েছে বা কে করেছে। এটা একেবারে ভুল। যেটা নির্বাচকদের বলেছিলাম, আমার শরীর এখন এমনই থাকবে। ব্যথা থাকবে। দল যখন নির্বাচন করবেন, এটা মাথায় রেখে করবেন। এটার কারণ আছে।’

তামিম এই ভিডিয়োতে বোর্ডের রাজনীতির কথাও স্পষ্ট করে তুলে ধরেছন। তিনি বলেন, ‘আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করেছিলেন। উনি বেশ জড়িত আমাদের ক্রিকেটের সঙ্গে। আমাকে হঠাৎ করে ফোনে বললেন, তুমি তো বিশ্বকাপে যাবে, তোমাকে তো ম্যানেজ করেই খেলতে হবে। তুমি এক কাজ করো, তুমি আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ খেল না। আমি বললাম, ভাই এটা এখনও ১২-১৩ দিনের কথা। আমি তো এর মধ্যে ভালো অবস্থায় থাকব। তাহলে কী কারণে খেলব না? তখন তিনি বলেন, আচ্ছা তুমি যদি খেলোও, তাহলে আমরা পরিকল্পনা করেছি তোমাকে নীচে ব্য়াট করানোর।

স্বাভাবিকভাবেই ভাই একটা জিনিস মনে রাখতে হবে আমি কোন মাইন্ডসেট থেকে এসেছিলাম। হঠাৎ করে এসব কথা আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি। আমি ১৭ বছর ধরে এক পজিশনেই ব্যাট করেছি। জীবনে কোনও দিন তিন-চারে ব্যাটিংই করিনি। এমন যদি হতো, আমি তিনে ব্যাটিং করি, চারে ব্যাটিং করি তাহলে যদি উপর-নীচ করা হয়, সেটা মানিয়ে নেওয়া যায়। কিন্তু আমার তিন চার বা পাঁচে ব্যাটিংয়ের কোনও অভিজ্ঞতা নেই। আমি কথাগুলো ভালোভাবে নিইনি। উত্তেজিত হয়ে গিয়েছিলাম। কারণ কথাগুলো পছন্দ হয়নি। মনে হচ্ছিল আমাকে জোর করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। এটা আমার মনে হয়েছে। তখন আমি বললাম দেখুন, আপনারা একটা কাজ করুন, যদি আপনাদের এমনই ভাবনাচিন্তা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে বিশ্বকাপে পাঠাবেন না। আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না। প্রতিদিন আপনারা আমাকে একেকটা নতুন জিনিসের মুখোমুখি করাবেন, আমি এই জিনিসগুলোয় থাকতে চাই না। তারপরও ফোনে ওঁর সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়। সেগুলো এই প্লাটফর্মে না বলাই ভালো। এটা আমাদের মধ্যেই থাক।’ বাংলাদেশ দলে ফিরেছেন মাহমুদুল্লাহ। যিনি সম্প্রতি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার ও একদিনের আন্তর্জাতিক ফরম্যাটে ৫০০০ রান পূর্ণ করেছেন। বাংলাদেশ আগামী সাত অক্টোবর বিশ্বকাপের অভিযান শুরু করছে আফগানিস্তানের বিরুদ্ধে। ধরমশালায় হবে ম্য়াচ।

আরও পড়ুন: Sania Mirza’s Net Worth: টাকার গদিতেই টেনিস সুন্দরী, মোট সম্পত্তির পরিমাণ জানেন?

বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, মেহদি হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মেহদি হাসান

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল, স্বাস্থ্য ও প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের, রইল App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেলের ঢোকার রাস্তা) ​