হাওড়া–এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস একঘণ্টা দেরিতে ছাড়বে, শুক্রবারের সূচি জানাল রেল

বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচিতে বদল ঘটল। হাওড়া থেকে এনজেপি যাওয়ার যে বন্দে ভারত এক্সপ্রেস সেটি একঘণ্টা দেরিতে ছাড়বে বলে খবর। সুতরাং যাঁরা এই ট্রেন ধরতে ভোরবেলায় ছুটবেন বলে ভেবেছিলেন তাঁরা সাতসকালে হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছলেও হবে। কারণ আগামিকাল, শুক্রবার (২৯.০৯.২৩) হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি বদল করেছে রেল। সেক্ষেত্রে কোনও তাড়াহুড়ো না করে নিশ্চিন্তে সকালে পৌঁছে গেলেই মিলবে বন্দে ভারত এক্সপ্রেস।

কখন ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস?‌ বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ভোর ৫.৫৫ মিনিটে ছাড়ে। সেখানে তার থেকে একঘণ্টা পরে ছাড়বে বলে রেল দফতর থেকে জানানো হয়েছে। এই বন্দে ভারত এক্সপ্রেস আগামিকাল হাওড়া থেকে ভোর ৬.৫৫ মিনিটে ছাড়বে। সুতরাং সকাল ৬টার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছলেই নিশ্চিন্তে মিলবে বন্দে ভারত এক্সপ্রেস। আর তারপর তাতে করে পৌঁছে যাওয়া যাবে নিউ জলপাইগুড়ি স্টেশন (‌এনজেপি)‌। সেখান থেকে দার্জিলিং, গ্যাংটক, সিকিম যেখানে খুশি যেতে পারবেন যাত্রীরা। পর্যটকদের ক্ষেত্রেও একই সময় ধরে চললে পৌঁছে যেতে পারবেন উত্তরবঙ্গে।

কেন একঘণ্টা পরে ছাড়বে?‌ এই বন্দে ভারত এক্সপ্রেস সাধারণত হাওড়া থেকে ভোর ৫.৫৫ মিনিটে ছাড়ে। এনজেপি গামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সময় এমনই ছিল। কিন্তু শুক্রবার ট্রেনটি হাওড়া থেকে ভোর ৬.৫৫ মিনিটে ছাড়বে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। শুধু তাই নয়, এনজেপি–তে যে সময় ট্রেনটি পৌঁছে যেত, সেটি একঘন্টা পরে পৌঁছবে। রেল সূত্রে খবর, কয়েকদিন আগেই যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। তখন শেষ মুহূর্তে হাওড়া থেকে এনজেপি গামী বন্দে ভারত এক্সপ্রেস অন্য ট্রেনের রেক দিয়ে চালানো হয়েছিল। এবার আগাম সতর্কতা নেওয়া হয়েছে বলেই একঘণ্টা দেরিতে ট্রেন ছাড়বে।

আরও পড়ুন:‌ বিশাল চেহারার গজরাজের অস্বাভাবিক মৃত্যু ঝাড়খণ্ড সীমানায়‌, কেমন করে ঘটল?‌

আর কী জানা যাচ্ছে?‌ এই বন্দে ভারত এক্সপ্রেস ভোর ৫.৫৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে সেটি বেলা ১.২৫ মিনিটে এনজেপি পৌঁছয়। আবার বেলা ৩.০৫ মিনিটে এনজেপি ছেড়ে রাত ১০.৩৫ মিনিটে হাওড়ায় আসে। সেক্ষেত্রে ৬টা ৫৫ মিনিটে ছাড়লে এনজেপি পৌঁছবে ২টো ২৫ মিনিটে। এই দেরির কারণে যাত্রীদের অসুবিধায় পড়তে হতে পারে। তার জন্য আগাম ক্ষমা চেয়ে নিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। আর এই পরিবর্তিত সূচি জানিয়ে দিয়েছেন। যাতে তাড়াহুড়ো করে হাওড়া স্টেশনে আসতে না হয় যাত্রীদের। এই সূচি আগাম জানতে পারলে নিশ্চিন্তে প্রস্তুতি নিয়েই আসতে পারবেন তাঁরা।