Bidhuri-Danish row: বিধুরি-দানিশের বিরুদ্ধে অভিযোগ প্রিভিলেজ কমিটিতে পাঠালেন স্পিকার

লোকসভায় অসংসদীয় ভাষা ব্যবহার করে বিএসপি সাংসদ দানিশ আলিকে আক্রমণ করেছিলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। এই নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানিয়েছিলেন সাংসদরা। সূত্রের খবর, সেই অভিযোগের বিচার করার জন্য প্রিভিলেজ কমিটির কাছে  পাঠালেন স্পিকার।

দানিশ আলি ছাড়াও লোকসভার একাধিক বিরোধী  সাংসদ স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন বিধুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সেই তালিকায় রয়েছেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী, ডেএমকের কানিমোঝি। 

স্পিকারের কাছে পাল্টা অভিযোগ জানিয়েছিলেন নিশিকান্ত দুবে-সহ বেশ কয়েকজন বিজেপি সাংসদ। তাদের অভিযোগ, দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ যখন বক্তব্য রাখছিলেন সেই সময় নানা মন্তব্য করে তাঁকে ‘উত্যক্ত’ করছিলেন বিএসপি সাংসদ। 

(পড়তে পারেন। আদিবাসীদের জন্য সারনা ধর্মীয় কোড চালু করতে মোদীকে চিঠি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর)

সূত্রের খবর, এই অভিযোগ স্পিকার প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়েছেন বিবেচনা করার জন্য, যার মাথায় রয়েছেন বিজেপি সংসাদ সুনীল কুমার সিং। 

বিষয়টি কমিটির কাছে পাঠানোর জন্য এক্স হ্যান্ডেলে স্পিকারকে শুভেচ্ছা জানিয়েছেন নিশিকান্ত দুবে। তিনি বলেন, ‘এটা সম্ভব হল যেহেতু বিজেপি লোকসভায় সংখ্যাগরিষ্ঠ’। তিনি আগের বেশ কিছু ঘটনার উদাহরণ দিয়ে বলেন, আগেও এরকম এনেক ঘটনা ঘটেছে। কিন্তু তা নিয়ো কোনও তদন্তই হয়নি। কেউ কোনও শাস্তি পাননি। 

দুবে উদাহরণ দিয়ে বলেন, ২০০৬ সালে জুতো ও মাইক্রোফোন ছোড়াছুড়ি করেছিল কংগ্রেস-জেডি (ইউ)-আরজেজডি। ২০১২ সালের একটি ঘটনায় খোদ সোনিয়া গান্ধী যুক্ত ছিলেন। ২০১৪ সালে তেলেঙ্গানা রাজ্য তৈরির সময় সংসদের মধ্যে অশান্তিতে বেশ কয়েকজন সাংসদ অসুস্থ হয়েছিলেন। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সংসদে বিএসপি সাংসদ দানিশকে উদ্দেশ্য করে অসংসদীয় মন্তব্য করেছিলেন বিজেপির রমেশ বিধুরি। ইতিমধ্যেই বিধুরিকে সতর্ক করেছে লোকসভার স্পিকার ওম বিড়লা। এদিকে গতকাল বিধুরিকে শোকজ নোটিশও পাঠান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। উল্লেখ্য, বৃহস্পতিবার সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন বিএসপি সাংসদ দানিশ আলিকে ‘সন্ত্রাসবাদী’ বলে আখ্যা দিয়েছিলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। এই ঘটনার পর বিএসপি সাংসদ স্পিকারের কাছে লিখিত অভিযোগ জমা দেন। বিজেপি সাংসদের এই ‘বিদ্বেষমূলক মন্তব্যের’ জন্য ক্ষমা চান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।