PM Modi: ‘নিজে বুঝে নিয়ে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে প্রচরে যান,’ দলীয় কর্মীদের বার্তা মোদীর

এ বছর পাঁচ রাজ্যের বিধানসভা এবং আগামী বছর লোকসভা ভোটের কথা মাথায় রেখে দলীয় কর্মীদের অবিলম্বে প্রচারে নেমে পড়তে বললেন নরেন্দ্র মোদী। সোমবার ৬৩ ফুট উচ্চতার দীন দয়াল উপাধ্যায়ের মূর্তি উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী দলীয় কর্মীদের এই  নির্দেশ দেন। 

সরকারের বিভিন্ন যে সামাজিক প্রকল্পগুলি রয়েছে সেগুলির প্রচার চালাতে।  তবে না বুঝে নয়। ভাল করে বুঝে নিয়ে। ‘নমো অ্যাপ’, ‘মাই গভ ডট ইন’ ওয়েব সাইট থেকে প্রকল্পগুলির সুবিধা ভাল করে বুঝে নিয়ে প্রচারে নামতে বলেন তিনি।

তবে কী তা কিছুটা ‘দিদির দূত’-এর মতো?  রাজনৈতিক মহলের ব্যাখ্যা, কিছু সেরকমই। প্রধানমন্ত্রী দলীয় কর্মীদের বলেন, ‘প্রকল্পগুলি ভাল করে বুঝে নিয়ে মানুষের কাছে যেতে হবে। প্রকল্পগুলির সুবিধা মানুষকে বোঝাতে হবে। প্রয়োজনে সেই প্রল্পের সুবিধা পেতে সমন্বয় সাধনেরও কাজ করতে হবে। ’

পঞ্চায়েত নির্বাচনের আগেও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারে বিভিন্ন সামাজিক প্রকল্প যাতে ঘরে ঘরে পৌঁছে যায় তা নিশ্চিত করতে ‘দিদির দূত’ কর্মসূচি চালু করেছিলেন। এলাকার বিধায়ক এবং দলে নেতৃত্বরা এই কর্মসূচিতে এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি যান। বেশ কিছু জায়গায় বিক্ষোভের মুখে পড়েন তাঁরা।  

এদিন মোদী দীন দয়ালের ‘সাত মন্ত্র’ দলীয় কর্মীদের মনে করিয়ে দেন। সেবা মানসিকতা, জীবন চর্চায় সমতা, ধ্যর্য, সমন্বয়, সদার্থক চিন্তা, সংবেদনশীলতা,ভাব বিনিময়। এই মন্ত্রকে মাথায় রেখে দলীয় কর্মীদের কাজে নেমে পড়ার নির্দেশ দেন মোদী।

সম্প্রতি লোকসভায় এবং রাজ্যসভায় পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। এই পাশের সাফল্যকেও প্রচারে তুলে ধরা কথা বলেন নরেন্দ্র মোদী। 

তিনি বলেন, ‘ পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় চাইতেন অখণ্ড মানবতাবাদ। মহিলা বিল পাশ করিয়ে সরকার সেই মতাদর্শকেই তুলে ধরেছে। গণতান্ত্রিক সংহতি এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ তখন সম্ভব হয় যখন রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ থাকে। দীন দয়ালের জন্মজয়ন্তীর ঠিক আগে সরকার সেই ঐতিহাসিক কাজটি করেছে। ’

রেললাইন যোগ

রহস্যময় মৃত্যু হয়েছিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের। বারাণসীর কাছে মুঘলসরাইয়ে (অধুনা দীন দয়াল উপাধ্যায় নগর) রেল লাইনের উপর থেকে উদ্ধার হয়েছিল তাঁর দেহ। 

অন্য দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবার গুজরাতের ভাদনগর রেলস্টেশনে চায়ের দোকান ছিল। সেখানে বাবাকে চা বিক্রির কাজে সাহায্য করতে প্রধানমন্ত্রী। দুটি ঘটনাকে তুলে ধরে দীন দয়াল ও তাঁর সঙ্গে রেল যোগের কথা দলীয় কর্মীদের জানালেন মোদী।

মোদী বলেন,’পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মতো রেলওয়ে ট্রাক আমার জীবনের সঙ্গেও জড়িত।’ তিনি দলীয় কর্মীদের বলেন দলের মতাদর্শগত নেতা দীন দয়ালের জীবনের সঙ্গে জড়িত বিভিন্ন জায়গা ঘুরে দেখতে।