Abhishek Banerjee: ‘স্টপ মি ইফ ইউ ক্যান!’ ৩ অক্টোবর দিল্লিতে দলের ধর্নাতেই থাকবেন, ইডিকে চ্যালেঞ্জ অভিষেকের

রাজ্য প্রতি ‘বঞ্চনার’ অভিযোগ নিয়ে দিল্লি দলের ধর্নার দিনই তাঁকে তলব করেছে ইডি। সূত্রের খবর, তদন্তকারী সংস্থাকে তিনি জানিয়ে দিয়েছেন ৩ তারিখ (ওই দিনই তাঁকে তলব করা হয়েছে)  তাঁর দলে পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তিনি ইডি ডাকে সাড়া দিতে পারছেন না। শুক্রবার এক্স (সাবেক টুইটার) পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়ে দিলেন, পৃথিবীর কোনও শক্তির তাঁকে পশ্চিমবঙ্গের মানুষের মৌলিক অধিকারের দাবি আদায় থেকে আটকাতে পারবে না। ২-৩ অক্টোবর দিল্রি ধর্নাতেই থাকবেন তিনি।

কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্, এই অভিযোগে আগামী ২-৩ অক্টোবর দিল্লিতে ধর্না অবস্থানে বসবে তৃণমূল। এই অবস্থানের ডাক দিয়েছেন অভিষেকেই। কিন্তু বৃহস্পতিবার তাঁকে চিঠি দিয়ে ৩ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। এর আগেও ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটি বৈঠকের দিনই তাঁকে তলব করে ইডি। তিনি জোটের বৈঠকে না গিয়ে ইডি-র ডাকেই সাড়া দেন। 

প্রায় সাড়ে ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি। জিজ্ঞাসাবাদ শেষে অভিষেক বেরিয়ে এসে বলেন, এই জিজ্ঞাসাবাদের নির্যাস হল শূন্য।  কয়দিন যেতে না যেতেই ফের তাঁকে তলব করে করল ইডি। এমন দিনে তলব করা হয়েছে তাঁর যেদিন তাঁর দিল্লি থাকার কথা। এই তলবকে ‘প্রতিহিংসার রাজনীতি’ বলছে তৃণমূল।

অভিষেক ইডির ডাকে যাবেন না বলেই জানিয়ে দিয়েছেন।

তিনি এক্স-এ লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা এবং ন্যায্য পাওনার দাবি লড়াই জারি থাকবে। পৃথিবীর কোনও শক্তিই বাংলার জনগণ এবং তাঁর অধিকারের জন্য লড়াইয়ে আমাকে আটকাতে পারবে না। আমি বিক্ষোভে যোগ দিতে ২ ও ৩ অক্টোবর দিল্লি থাকব।’

এর পর তিনি স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ছবি ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’-এর শিরোনামের শব্দ অদলবদল করে বলেছেন, ‘স্টপ মি ইফ ইউ ক্যান’।

ইডির তরফে জানানো হয়েছে, লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও হিসাবে অভিষেককে তলব করা হয়েছে। শুধু তাই নয়, তলব করা হয়েছে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়কেও। লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর পদে থাকায় তাঁদের তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। 

এর আগে তাঁকে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মাঝে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। সেই সময় তিনি ইডি অফিসে হাজিরা দিয়েছিলেন জিজ্ঞাসাবাদের জন্য।

তবে এই বারবার তলবে আসলে অভিষেকেরই গুরুত্ব বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে মনে করছেন রাজ্য বিজেপির একাংশ। প্রতিবার জিজ্ঞাসাবাদের শেষে সাংবাদিক বৈঠক করছেন অভিষেক। আখেরে তাঁকে মঞ্চই তৈরি করে দেওয়া হচ্ছে বিজেপিকে ‘কটাক্ষ’ করার জন্য। 

এ প্রসঙ্গে রাজ্য বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বৃহস্পতিবার বলেন, ‘একই দৃশ্য বার বার দেখতে দেখতে আমরা ক্লান্ত। আমাদের অভিধানে এই মুহূর্তে কোনও ভাষা নেই। সবই হচ্ছে আদালতের কথায়।’