Anurag Thakur on Rahul Gandhi: ‘সরকার কীভাবে চলে সেটাই জানেন না!’ OBC ইস্যুতে রাহুল গান্ধীকে তোপ অনুরাগ ঠাকুরের

আবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করে তির ছুঁড়লেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সোমবার তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধীকে। তাঁর মতে, এত বছর রাজনীতিতে থেকে, কংগ্রেস ১০ বছর ক্ষমতায় থাকার পরেও রাহুল গান্ধী এখনও বুঝতে পারছেন না কীভাবে সরকার কাজ করে, কীভাবে সিদ্ধান্ত নেয় সেটাই বুঝতে পারছেন না রাহুল গান্ধী।

এদিকে রাহুল গান্ধী আগেই বলেছিলেন ভারত সরকারের অন্তত ৯০জন সচিব রয়েছেন। তার মধ্য়ে তিনজন মাত্র ওবিসি। তাঁরা পাঁচ শতাংশ বাজেটের নিয়ন্ত্রণ করতে পারেন।

রাহুল গান্ধীর মতে, বিজেপি সরকার ওবিসিদের দাবি কোনওদিনই মানেনি। সংখ্য়ার দিক থেকে সবথেকে বড় অংশ হওয়া সত্ত্বেও ওবিসিদের দাবি মানতে চায়না সরকার। তাদের প্রতিনিধিও সরকারে সেভাবে নেই। এর জেরে তাদের দাবি উপেক্ষিতই থেকে যায়।

এবার এই ইস্যুতে পালটা রাহুল গান্ধীকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী। অনুরাগ ঠাকুর বলেন, আমি জানি না রাহুল গান্ধীকে কে পরামর্শ দেন। অন্তত ভালো পরামর্শ তিনি দিন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার মাথায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার রাজ্যসভাতেও এনিয়ে মুখ খুলেছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর মতে, সুপ্রিম কোর্ট বলার পরে ১৯৯২ সালে ওবিসি সংরক্ষণ করা হয়েছিল। আর সচিব যারা রয়েছেন তাঁরা সব ১৯৯২ সালের ব্যাচের পর্যন্ত। আর ২০০৪-২০১৪ সাল পর্যন্ত কংগ্রেস যখন ক্ষমতায় ছিলেন তখন কতজন ওবিসি সচিব ছিলেন সেটা একবার জিজ্ঞেস করে নিন।

আর অনুরাগ ঠাকুরের মতে, ইন্ডিয়া ব্লকের কাছে কোনও যোগ্য নেতা নেই. ওদের নীতিগুলোও অন্যরকম। ওদের মতলবটাও সন্দেহজনক। এসবের মধ্য়েই সিপিআই আবার রাহুল গান্ধীর আসনে লড়বে বলে দাবি জানিয়েছে।