Asian Games, India Won Multiple Medals On Sixth Day Of Tournament


By : ABP Ananda | Updated : 29 Sep 2023 06:55 AM (IST)

এশিয়ান গেমসের (Asian Games) ষষ্ঠ দিনেও ভারতের পদক-প্রাপ্তি অব্যাহত। একটি সোনা (Gold Medal) ও একটি রুপো(Silver Medal) ইতিমধ্যেই এসে গিয়েছে অর্ধেক দিন গড়াতেই। মোট ৬ টি সোনা, ৮ টি রুপো এবং ১০ টি ব্রোঞ্জ জিতে ভারতের ঝুলিতে এই মুহূর্তে মোট ২৪ টি পদক। যার জেরে এই মুহূর্তে এশিয়ান গেমসের পদকতালিকায় ৫ নম্বরে উঠে এসেছে ভারত (India)।

এদিন শুটিংয়ে ফের সোনা জেতে ভারত। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল (Air Pistol) বিভাগে দেশকে সোনা এনে দিয়েছেন সরবজোৎ সিংহ, অর্জুন সিংহ চেমা ও শিব নারওয়াল। এশিয়ান গেমসের মঞ্চে এটি ভারতের ষষ্ঠ সোনা। পাশাপাশি শুটিংয়ে ভারতের চতুর্থ সোনা। সঙ্গে এদিন উশুতে প্রথম পদক জিতেছে ভারত। মণিপুরের রোসিবিনা দেবী নাওরেম জিতেছেন রুপো।

পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে ১৭৩৪ পয়েন্ট স্কোর করে ঐতিহাসিক সোনা জেতে ভারতীয় দল (Indian Team)। ফাইনালের মঞ্চে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে চিনকে মাত্র ১ পয়েন্টে টেক্কা দিয়ে যে বিভাগে এশিয়া সেরা হয় ভারতের ছেলেরা। এর আগে ১০ মিটার এয়ার রাইফেল, মহিলাদের ২৫ মিটার পিস্তল ও হিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে এসেছে সোনা। পাশাপাশি আরও ৪ টি রুপো ও ৫ টি ব্রোঞ্জ, এশিয়ান গেমসে এখনও পর্যন্ত মোট ১৩ টি পদক এসেছে ভারতের ঝুলিতে। আর ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ের পর এবার দেশকে রুপো এনে দিয়েছেন রোসিবিনা।

হ্যাংঝাউ এশিয়ান গেমসে এমনিতেই ভারতীয় শ্যুটারদের জয়-জয়কার। গতকালই মহিলাদের ২৫ মিটার পিস্তলে সোনা জয় মনু ভাকর, এষা সিং ও রিদম সাঙওয়ানের। মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের সিঙ্গলস ফাইনালে সোনা জেতেন শিফট কৌর সামারাও। ৪৬৯.৬ পয়েন্ট নিয়ে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন তিনি। দলগত বিভাগে দেশকে সোনা এনে দেওয়ার পর ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টেও পদকের লক্ষ্যেই নামবেন ভারতের তিন শুটার। ভোপালে শুটিং বিশ্বকাপে ভারতকে সোনা জিতিয়েছিলেন সরবজোৎ।