Delhi Jewellery Shop Burglary: দিল্লিতে ডাকাতি করে গা ঢাকা ছত্তিশগড়ে, ফাঁদ পেতে ধরল পুলিশ, উদ্ধার ১৮.৫ কেজি সোনা

দিল্লিতে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি হয়েছিল।এবার ছত্তিশগড় পুলিশ সেই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ১৮.৫ কেজি সোনা বাজেয়াপ্ত করেছে পুলিশ। হীরের গয়নাও বাজেয়াপ্ত করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দিল্লির একটি সোনার দোকানে প্রায় ২০ কোটি টাকার গয়না ডাকাতি হয়েছিল চলতি সপ্তাহেই। সেই সোনার অনেকাংশের হদিশ মিলল এবার।

এসপি সন্তোষ সিং পিটিআইকে জানিয়েছেন, অ্যান্টি ক্রাইম ও সাইবার ইউনিট ও সিভিল লাইন পুলিশ স্টেশন বিলাসপুর অপারেশন চালিয়েছিল। ধৃতদের নাম লোকেশ শ্রীবাস ও শিবা চন্দ্রবংশী।

শ্রীবাস বিলাসপুরে অন্তত সাতটি চুরির ঘটনায় যুক্ত ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে বিলাসপুর পুলিশ খবর পায় শ্রীবাস এলাকায় গা ঢাকা দিয়েছে। এরপরই শুরু হয় অপারেশন। চন্দ্রবংশীকেও গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে ২৩ লাখ টাকার গয়না পুলিশ বাজেয়াপ্ত করে। তবে সেই সময় শ্রীবাস পালিয়ে যায়। পরে দুর্গ জেলায় পুলিশ শ্রীবাসের খোঁজ পায়। পুলিশ তার কাছ থেকে ১৮.৫ লাখ টাকার গয়না, ১২.৫ লাখ টাকা বাজেয়াপ্ত করে। দিল্লি পুলিশের টিমও ছত্তিশগড়ে এসেছে। তারাও ঘটনার তদন্ত করছে।

দিল্লি পুলিশের দাবি. অন্তত তিনজন এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। এটা রাজধানীর অন্যতম বড় ডাকাতি বলে খবর। দুষ্কৃতীরা দোকানে ঢুকে স্ট্রংরুমেও প্রবেশ করে। এরপর সেখান থেকে ২০ কোটি টাকার গয়না ও পাঁচ লাখ টাকা নিয়ে চম্পট দেয়।

প্রসঙ্গত সোমবার দোকান বন্ধ থাকে। রবিবার রাত আটটা নাগাদ দোকান বন্ধ হয়েছিল। এরপর মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ দোকান খোলা হয় । তার মাঝেই ঢুকেছিল দুষ্কৃতীরা। তারপর সব নিয়ে চম্পট। তবে এবার গোপন সূত্রে খবর পেয়ে দুই অভিযুক্ত দুষ্কৃতীকে পুলিশ ধরে ফেলে। আর কারা এর সঙ্গে যুক্ত ছিল তা পুলিশ খতিয়ে দেখছে। তবে এই ঘটনায় এবার বড় সাফল্য পেল ছত্তিশগড় পুলিশ। দিল্লি পুলিশও এনিয়ে খোঁজ রাখছে।