ODI World Cup 2023 Kane Williamson Ruled Out Opening Game Against England Knee Injury

হায়দরাবাদ: আইপিএলে (IPL) খেলার সময় চোট পেয়েছিলেন। যেই চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। তাই বিশ্বকাপের প্রথম ম্য়াচে নিউজিল্য়ান্ডের জার্সিতে মাঠে না. মতে দেখা যাবে না কেন উইলিয়ামসনকে। এখনও রিহ্যাবেই রয়েছেন তারকা ডানহাতি ব্যাটার। আগেই শোনা যাচ্ছিল যে কেনকে প্রথম ম্য়াচে হয়ত পাওয়া যাবে না। কিন্তু এবার নিউজিল্য়ান্ড ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল। গ্যারি স্টিড জানিয়েছেন, ”প্রথম থেকেই আমরা কেনের চোটের বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলাম। কবে চোট সারিয়ে ফিরতে চলেছে কেন, সেই বিষয়ে কথা বলছিলাম। আমরা প্রতিদিন কেনের শারীরিক পরিস্থিতির খোঁজ নিচ্ছি। খেলা শুরুর আগে ওকে কোনও রকম চাপ না যেন নিতে হয়।”

আইপিএলে গত মরসুমে গুজরাত টাইটান্সের জার্সিতে খেলছিলেন কেন উইলিয়ামসন। (Kane Williamson) চেন্নাই সুপার কিংসের (CSK) বিরদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় একটি ছক্কা বাঁচাতে গিয়েছিলেন কিউয়ি ক্রিকেটার। প্রথমে বলটা ধরে নিলেও শরীর বাউন্ডারি লাইনের বাইরে যাচ্ছে বুঝে তা ভিতরে ছুড়ে দিয়ে নিচে নামার সময় ডান পায়ে আঘাত পেয়েছেন উইলিয়ামসন। শূন্য থেকে নিচে পড়ে ডান পায়ের হাঁটু ধরেই কার্যত শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। এরপর আর ফিল্ডিং করা তো দূরে থাক, ফিজিওদের প্রাথমিক সুশ্রুষার পর তাঁদের কাঁধে ভর করেই খুঁড়িয়ে যেতে দেখা গিয়েছে গুজরাতের এই টপ অর্ডারের ব্যাটারকে।

এরপর থেকেই প্রায় ৪ মাসের ওপর মাঠের বাইরে রয়েছেন কেন। এই বছরের আইপিএলে হাঁটুর চোট নিয়ে দীর্ঘস্থায়ী উদ্বেগ সত্ত্বেও উইলিয়ামসনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আজকের পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচে অবশ্য় কিউয়ি দলকে নেতৃত্ব দিচ্ছেন টম ল্যাথাম। দলের মূল ভরসার জায়গা হতে পারেন ড্যারেল মিচেল, ডেভন কনওয়ের মত তারকারাও। পাকিস্তান শিবির অন্যদিকে বিশ্বকাপে পাবে না নাসিম শাহকে। চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন এই তরুণ পেসার। 

উল্লেখ্য, চোট পাওয়ার পর কেনের হাঁটুর স্ক্য়ান করা হয়। সেই স্ক্যানে দেখা যায় অ্যান্টিরিয়ার ক্রুসিয়েট লিগামেন্টে চোট লেগেছ। এই চোটের ফলে তাঁর হাঁটুতে অস্ত্রোপ্রচার করাতে হবে। চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হতে তাঁর মাস ছ’য়েক সময় লাগতে পারে। সেক্ষেত্রে তাঁর আসন্ন বিশ্বকাপে খেলা নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন রয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেটে তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘এই ধরনের চোট সারিয়ে তুলতে রিহ্যাবে যতটা সময় লাগে, সেই অনুযায়ী বিশ্বকাপের আগে উইলিয়ামসনের ফিট হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সেই কারণে ভারতে আয়োজিত বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা খুব কম।’ যদিও বিশ্বকাপের আগে ফিট হওয়ার জন্য উইলিয়ামসন চেষ্টা করবেন বলেও জানানো হয়।