Pakistan Suicide Blast: পাকিস্তানে ধর্মীয় সভায় আত্মঘাতী বিস্ফোরণ, মৃত্য ৫২জনের, আহত ৫০

পাকিস্তানের বালুচিস্তানে ভয়াবহ বিস্ফোরণ! অন্তত ৫২জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই ঘটনার দায় নিতে চায়নি।

সূত্রের খবর, হজরত মহম্মদের জন্মদিন উপলক্ষ্যে একটা ধর্মীয় সভার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই বিরাট বিস্ফোরণ। পাকিস্তানের ডন পত্রিকায় সেই সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম প্রদেশে এই ভয়াবহ বিস্ফোরণ।

পাকিস্তানের সংবাদমাধ্য়মে স্থানীয় হাসপাতালের কর্তা জানিয়েছেন, ২০ জনেরও বেশি আহতকে হাসপাতালে আনা হয়েছিল। দেহগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, দুটি হাসপাতাল মিলিয়ে দুবার করে আহতদের নামের তালিকা এন্ট্রি করা হয়েছিল। এর জেরে আহতদের সংখ্য়া কিছুটা বেশি করে দেখানো হয়েছিল। সব মিলিয়ে ৫০জন আহত হয়েছেন এই ঘটনায়।

এদিকে এই মৃত্যুর সংখ্য়া বাড়তে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের এক মন্ত্রী জানিয়েছেন, জঙ্গিরা এই হামলা চালিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্য়মে এক মন্ত্রী জানিয়েছেন, ইদ মিলাদ উল নবির জন্মদিনে নিরীহ মানুষের উপর যারা হামলা চালাল তারা ঘৃণ্যতম কাজ করেছে।

তথ্য় ও জনসংযোগ দফতরের মন্ত্রী জান আচাকজাই জানিয়েছেন, বিদেশি মদতপুষ্ঠ জঙ্গিরা বালুচিস্তানের শান্তি ও ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করে দিচ্ছে। এই ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনাকে কিছুতেই মানা যায় না।

এদিকে এই মাসের প্রথম দিকে ওই জেলাতেই অন্তত ১১জন জখম হয়েছিলেন বিস্ফোরণে। অগস্ট মাসে একের পর এক বিস্ফোরণ। সেই ২০১৪ সালের পর থেকে এই প্রথম এত সিরিয়াল ব্লাস্ট হল পাকিস্তানে।

এক্ষেত্রে মনে করা হচ্ছে পাকিস্তানের বালুচিস্তানে আত্মঘাতী হামলা হয়েছে। সেই হামলার ভয়াবহতা ছিল মারাত্মক। অন্তত ৫২জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। অনেকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। প্রায় ৫০জন আহত হয়েছেন বলে খবর।