Vande Bharat Cleanliness: হাতে সময় ১৪ মিনিট, ঝড়ের গতিতে পরিষ্কার হবে বন্দে ভারত, তৈরি নয়া কৌশল

দেশের সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত। তবে বন্দে ভারতের পরিষেবায় যাতে কোনও ত্রুটি না হয় সেটাকে নিশ্চিত করাটা রেলকর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ। ট্রেনটিকে পরিচ্ছন্ন রাখাটাও বড় চ্যালেঞ্জ রেলের কাছে। কারণ মোটা টাকা দিয়ে টিকিট কেটে যদি যাত্রীরে ভেতরে দেখেন অপরিষ্কার, তাতে মুখ পুড়বে রেলের। সেকারণেই ১ অক্টোবর থেকে বিশেষ উদ্যোগ। একেবারে ঝড়ের গতিতে ঝকঝকে হবে ট্রেন। 

বন্দে ভারতের একেবারে প্রান্তিক স্টেশনে ১৪ মিনিটের মধ্য়ে ট্রেনটিকে পরিষ্কার করতে হবে। সেকারণে প্রতি কামরায় প্রতি কামরায় তিনজন করে কর্মী নিয়োজিত করা হবে। তাঁরাই কামরাটির সাফসুতরো করবেন। মানে ট্রেন দাঁড়ানোর পরে যাত্রীরা নেমে যাওয়ার পরেই তাঁরা অপারেশনে নেমে পড়বেন।  

ঠিক কীভাবে এই পরিচ্ছন্ন রাখার কাজ করা হবে? সূত্রের খবর এজন্য় আগাম পরিকল্পনা করা হচ্ছে। কর্মীরা আটটি দলে ভাগ হয়ে যাবেন। এরপর ট্রেন দাঁড়াতেই তাঁরা কামরায় চলে যাবেন। প্রতি কামরায় তিনজন করে সাফাই করার কর্মী থাকবেন। তাঁদের দায়িত্বও একেবারে নির্দিষ্ট করা রয়েছে। সাফাই বলতে তার সঙ্গে কাঁচ পরিষ্কারের বিষয়টিও রয়েছে। কারণ কাঁচে ময়লা থাকলে যাত্রীরা ক্ষুন্ন হতে পারেন। সেকারণে একজন কর্মী কামরার বাইরে চলে যাবেন। এরপর শুরু হবে কাঁচ পরিষ্কারের কাজ। সেখানে যাতে কোনও ত্রুটি না থাকে সেটা দেখা হবে। একেবারে ঝকঝকে করা হবে ট্রেনটিকে। অপরজন কর্মী চলে যাবেন শৌচাগারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। শৌচাগার দ্রুত পরিষ্কার করা হবে। এরপর তরল সাবান ভরা হবে। সেই সঙ্গে জীবাণুনাশকও ছড়ানো হবে। 

অপর এক সাফাই কর্মী ততক্ষণে কামরায় পড়ে থাকা প্যাকেট, খাবারের টুকরো, বোতল সব বস্তায় ভরে ফেলবেন। অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। হাওড়াতে দুটি বন্দে ভারতকে পরিষ্কার করা হবে। দুটি ট্রেনই আট কামরার। একেবারে ঝড়ের গতিতে ট্রেন পরিষ্কার করা হবে। ঢিমে তালের কোনও ব্যাপার নেই। একেবারে চরম দ্রুততার সঙ্গে ট্রেন পরিষ্কার করা হবে বলে খবর।