অস্ট্রেলীয় উপকূলে তিমির ধাক্কায় নৌকা উল্টে প্রাণহানি

অস্ট্রেলিয়ার সিডনী উপকূলে মাছ ধরার সময় তিমির সঙ্গে নৌকার ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আল জাজিরা’র।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে লা পেরোসে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, অন্য নৌকার লোকজন ক্ষতিগ্রস্ত নৌকাটিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নৌকাটির আকার ছিল চার দশমিক ৮ মিটার।

আল জাজিরা প্রতিবেদনে জানা গেছে, তিমির ধাক্কায় নৌকাটি উল্টে গেলে দুজনই পানিতে পড়ে যান। উদ্ধারকারীরা ৫৩ বছর বয়সী একজনকে পানি থেকে তুলে আনেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ৬১ বছর বয়সী দ্বিতীয় ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

একে ‘দুঃখজনক দুর্ঘটনা’ উল্লেখ করে ওয়াটার পুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট সিওভান মুনরো বলেছেন, ‘অস্ট্রেলীয় উপকূলে অনেক তিমি আছে। যেগুলো নৌকার আশেপাশে চলে আসে।’