মিরপুর-খাদিম সিরামিকসের ডিসপ্লে ও সেলস সেন্টার হচ্ছে রাজশাহীতে

রাজশাহীতে ডিসপ্লে ও সেলস সেন্টার চালু করছে মিরপুর ও খাদিম সিরামিকস। শহরের ফসিউদ্দীন টাওয়ার, রেশমপট্টি, বটতলা মোড় (পূর্ব), সাগরপাড়ায় আগামী ২ অক্টোবর এর উদ্বোধন করা হবে। শনিবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে মিরপুর ও খাদিম সিরামিকসের গ্রুপ চেয়ারম্যান আসিফ আরিফ তাবানী এবং পরিচালক হামজাহ তাবানী উপস্থিত থাকবেন।

১৯৫৮ সালে মিরপুর সিরামিকসের যাত্রা শুরু হয়। শুরু থেকেই প্রতিষ্ঠানটি সিরামিকের তৈরি নির্মাণ সামগ্রীর জন্যে খ্যাতি অর্জন করে। পরে এর সঙ্গে যোগ হয় সহযোগী প্রতিষ্ঠান খাদিম সিরামিকস। দুটি প্রতিষ্ঠানের পণ্যের ভেতর রয়েছে সিরামিক ব্লক, ব্রিক, ক্ল্যাডিং, পেভার, রুফ টাইলস এবং ফ্লোর আর ওয়াল টাইলস। তাছাড়া এসব পণ্য ব্যবহারের জন্যে প্রয়োজনীয় রেডিমিক্স মর্টারও তৈরি করে থাকে প্রতিষ্ঠানটি।