Bank Holiday List October 2023: পুজোর মাসে পরপর ছুটি ব্যাঙ্কে, বন্ধ থাকবে ১৬দিন, কলকাতার হিসেবটাও জানুন

মোটামুটি সামনের মাস থেকেই উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে। অক্টোবর মাসের শেষে পুজো। তবে উৎসব মানেই তো ছুটি। আর গোটা অক্টোবর মাস ধরে একের পর এক দিন ব্যাঙ্কের পরিষেবা বন্ধ থাকবে বলে খবর। আগাম জেনে নিন অক্টোবর মাসে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে। সব মিলিয়ে ১৬দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে খবর। সেই অনুসারে আপনার ব্যাঙ্কে যাওয়ার সময়সূচি ঠিক করে নিন। কারণ আপনি হয়তো ছুটির দিনে ব্যাঙ্কে হাজির হলেন। আর দেখলেন বাইরে বড় তালা ঝুলছে। সেক্ষেত্রে আগাম জেনে নিন অক্টোবর মাসে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?

বলে রাখা ভালো শনি ও রবিবারের ছুটিও ধরা হয়েছে এই তালিকায়। সেক্ষেত্রে অক্টোবরে পাঁচটি রবিবার পড়ছে। দুটো শনিবারে ছুটি থাকবে। সেক্ষেত্রে শনি ও রবিবার মিলিয়ে মোট ৭দিন ছুটি থাকছে। এরপর রয়েছে মহাপুরুষের জন্মদিন, স্থানীয় ছুটি, পুজোর ছুটি। সেক্ষেত্রে কেবল ছুটি আর ছুটি।

তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও নেট ব্যাঙ্কিং কিন্তু বন্ধ নয়। সেকারণে ব্যাঙ্ক বন্ধ থাকলেও পুজোর আনন্দে তাতে ঘাটতি হবে না। পুজো দেখুন জমিয়ে।

এবার তালিকাটা দেখে নিন।

২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৪ অক্টোবর মহালয়াতে কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এটা আবার দ্বিতীয় শনিবার হচ্ছে। 

১৮ অক্টোবর কাটি বিহু উপলক্ষ্যে অসমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২১ অক্টোবর দুর্গাপুজোর সপ্তমীতে ত্রিপুরা, অসম, মণিপুর ও পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৩ অক্টোবর দশেরা উপলক্ষ্যে ত্রিপুরা, ওড়িশা, তামিলনাড়ু, অসম, অন্ধ্রপ্রদেশ, কানপুর, ঝাড়খণ্ড, বিহারে, কেরলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৪ অক্টোবর বিজয়া দশমীতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। অন্ধ্রপ্রদেশ, মণিপুর ছাড়া দেশের সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৫ অক্টোবর সিকিমে দুর্গাপুজোয় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৬ অক্টোবর সিকিম, জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে দুর্গাপুজোতে।

২৭ অক্টোবরও সিকিমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৮ অক্টোবর লক্ষ্মীপুজোতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩১ অক্টোবর সর্দার বল্লভভাই পটেলের জন্মদিন গুজরাটে ব্যাঙ্ক বন্ধ থাকবে।