CWC 2023: R Ashwin Believes Handling Pressure Will Determine Team’s Performance In The Tournament

নয়াদিল্লি: দিনকয়েক আগেই বিশ্বকাপে ভারতের (Indian Cricket Team) বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। প্রাথমিক দলে না থাকলেও, শেষমেশ অক্ষর পটেলের চোট না সারায় আর অশ্বিন (R Ashwin) বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। এই নিয়ে নিজের তৃতীয় ৫০ ওভারের বিশ্বকাপ খেলবেন অশ্বিন। ৩৭ বছর বয়সি তারকা স্পিনারের এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ হতে চলেছে বলে তিনি আগেভাগেই জানিয়ে দিলেন।

প্রায় ২০ মাস ভারতীয় ওয়ান ডে দলের বাইরে ছিলেন অশ্বিন। তবে হঠাৎ করেই অক্ষরের চোট তাঁর জন্য প্রত্যাবর্তনের রাস্তা খুলে দেয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ে তিনি ভারতীয় দলে ডাক পান। অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে তিন উইকেট নিয়ে অশ্বিন প্রমাণ করে দেন যে সীমিত ওভারের ক্রিকেটেও তাঁর উইকেট নেওয়ার যথেষ্ট দক্ষতা রয়েছে। হঠাৎ করে বিশ্বকাপে সুযোগ পেলেও, অশ্বিন কিন্তু মনে করেন জীবনের প্রতি পদে না না ধরনের চমক অপেক্ষা করে থাকে। 

তিনি বলেন, ‘আমি এখানে (বিশ্বকাপে) সুযোগ পাব বলে ভাবিইনি, তবে জীবনের প্রতি পদে প্রচুর চমক থাকে। আমার উপর টিম ম্যানেজমেন্টের ভরসা এবং পরিস্থিতির জেরেই আমি আজ এখানে থাকতে পারছি। খেলাটা উপভোগ করাকেই বিগত কয়েক বছর ধরে আমার প্রধান লক্ষ্য হিসাবে আমি বেছে নিয়েছি এবং এই টুর্নামেন্টেও আমি এটাই করতে চাই।’

অশ্বিনের মতে বিশ্বকাপে সব খেলোয়াড়ের উপরই চাপ থাকে। সেই চাপটা যে যেমনভাবে সামাল দিতে পারে, তার উপরই তাঁদের সাফল্য নির্ভর করে। পাশাপাশি তিনি এও জানান যে এটাই তাঁর সম্ভবত শেষ বিশ্বকাপ। ‘আমি দুইদিকে বল স্পিন করানোর চেষ্টা করি এবং আমার মতে আমি সেটা করতে সক্ষমও হয়েছি। এই ধরনের টুর্নামেন্টে চাপটাই আসল বিষয়। চাপ সকলের উপরই থাকবে। সেই চাপ কে কেমনভাবে সামলাচ্ছে, তার উপর তাঁর এবং তাঁর দলের ভাগ্য নির্ভরশীল। আমার মতে মানসিকভাবে ভাল জায়গায় থেকে, খেলাটাকে উপভোগ করা আমায় ভাল পারফর্ম করতে সাহায্য় করবে। আমি এর আগেও এটা বহুবার বলেছি, আবারও বলছি, এটাই সম্ভবত ভারতের হয়ে আমার শেষ বিশ্বকাপ।’ বলেন ভারতের অভিজ্ঞ স্পিনার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: দ্বিতীয় সন্তান আসতে চলেছে ‘বিরষ্কা’র কোলে? বলছে সূত্র