Darjeeling Toy Train: ঘুম ছেড়েই বেলাইন টয় ট্রেন

পাহাড়ে ফের বেলাইন টয় ট্রেন। শনিবার ঘুম স্টেন ছাড়তেই নিউ জলপাইগুড়িগামী টয় ট্রেন ঘুম স্টেশন ছাড়তেই বেলাইন হয়। ঘটনায় কেউ হতাহত হননি। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীরা গাড়িতে নিউ জলপাইগুড়ি ফিরেছেন। তাঁদের টিকিটের টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে ঘুম স্টেশন থেকে ছাড়ার পরেই জংশনে লাইনচ্যুত হয় নিউ জলপাইগুড়িগামী ট্রেনটি। ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে ইঞ্জিনসহ ট্রেন। এর পর জানা যায় ট্রেন লাইনচ্যুত হয়েছে।

ট্রেন লাইনচ্যুত হওয়ায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ট্রেন থেকে নেমে পড়েন তাঁরা। এর পর তিনধরিয়া থেকে আসে উদ্ধারকারী দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটিটে লাইনে তোলার কাজ চলছে।

এক যাত্রী বলেন, ‘পরিবার নিয়ে বিশ্বের ঐতিহ্য টয় ট্রেনে চড়ে নিউ জলপাইগুড়ি ফিরছিলাম। তার মধ্যে এই দুর্যোগ। গোটা পরিকল্পনাটাই ভেস্তে গেল। ট্রেন কতক্ষণে চালু হবে কেউ বলতে পারছে না।’

উত্তরপূর্ব সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, ‘ঘুম স্টেশনে নিউ জলপাইগুড়িগামী টয় ট্রেন লাইনচ্যূত হয়েছে। ট্রেনটিকে লাইনে তোলার কাজ চলছে। যাত্রীদের বিকল্প ট্রেনে করে নিউ জলপাইগুড়ি যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে গাড়ি করে ফিরে গিয়েছেন। রেলের তরফে তাদের টিকিটের টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’