Duare Sarkar: দুয়ারে সরকার ক্যাম্পে ৯৯.৯৯ শতাংশ আবেদনের অনুমোদন, বাম্পার হিসাব দেখাল সরকার

দুয়ারে সরকারের সপ্তম পর্ব। পয়লা সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্প চলেছিল। কতটা সফল হয়েছে এই দুয়ারে সরকার তারই বিবরণ তুলে ধরেছে সরকার। এনিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারের তরফে। 

সেই প্রেস নোটে দেখা গিয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র নেওয়ার জন্য সব মিলিয়ে ৯৯,৭৩০টি ক্যাম্প করা হয়েছিল। এর মধ্যে পরিষেবার ক্যাম্প ৯৯,৪২৭টি। 

যে পরিষেবা প্রদান ইতিমধ্যেই দেওয়া হয়েছে সেগুলির ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পরিসংখ্য়ান দেওয়া হয়েছে। 

সেগুলি হল এখনও পর্যন্ত আবেদনপত্র খতিয়ে দেখা হয়েছে, ৭৬,০৬,৪৪৫টি। শতাংশের হিসাবে এটা ৮৫.৩৫ শতাংশ। যে আবেদনগুলি অনুমোদন করা হয়েছে সেই সংখ্য়াটি হল, ৭৬,০১,৫৩৬টি। শতাংশের হিসাবে ৯৯.৯৯ শতাংশ। যত সংখ্য়ক আবেদনের ভিত্তিতে এই পরিষেবা দেওয়া হয়েছে সেই সংখ্যাটি হল ৫৯,২১,৫২৫। শতাংশে হিসাবে এটা হল ৭৭.৭০ শতাংশ। 

অনুমোদিত ক্ষেত্রে যে যে ক্ষেত্রে লাভজনক সুবিধা দেওয়া হয়েছে সেগুলি হল, ঐক্যশ্রী,  ব্যাঙ্ক সংক্রান্ত পরিষেবা, বিনা মূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, বিদ্যুতের নয়া সংযোগ, বিদ্যুৎ মকুবের আবেদন, জয় জোহার, কন্যাশ্রী, খাদ্যশ্রী, উদ্ধম পোর্টালে রেজিস্ট্রেশন, পরিযায়ী শ্রমিকদের জন্য নথিভুক্তিকরণ, রূপশ্রী, সেল্ফ হেল্প গ্রুপের পরিষেবা।

যে সমস্ত জেলাগুলিতে সবথেকে বেশি আবেদনপত্র অনুমোদন করা হয়েছে সেই জেলাগুলি হল…

১) মুর্শিদাবাদ-১১.৯৯ লাখ

২)নদিয়া-৭.৯৬ লাখ

৩) উত্তর ২৪ পরগনা-৭.২০ লাখ

৪)দক্ষিণ ২৪ পরগনা- ৬.৯৫ লাখ

৫) পূর্ব মেদিনীপুর- ৫.৪৭ লাখ

৬) মালদা-৪.৪৮ লাখ

৭) পূর্ব বর্ধমান- ৪.৩৮ লাখ

৮) পশ্চিম মেদিনীপুর- ৩.৬০ লাখ