ODI World Cup 2023: Netherlands Cricket Team Analysis, Strength, Weakness, Gamechanger, Full Schedule And Other Details

আমস্টারডাম: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ (ODI World Cup 2023)। ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) ত্রয়োদশ সংস্করণ আয়োজিত হতে চলেছে এবার। আর সেই টুর্নামেন্টে নাকি নেই দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ়!

ক্যারিবিয়ানদের এই বিপর্যয়ের নেপথ্যে নেদারল্যান্ডস (Netherlands)। যারা ওয়েস্ট ইন্ডিজ়ের পাশাপাশি স্কটল্যান্ড, আমেরিকা, ওমান ও নেপালের মতো দলকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে।

সাম্প্রতিক ফর্ম

দীর্ঘ ২৭ বছর ধরে ওয়ান ডে খেলছেন ডাচরা। কিন্তু মাত্র ৪০টি ম্যাচে জিতেছে। জয়ের হার ৩৫.০৮ শতাংশ। তবে চলতি বছরে ১৪টি ম্যাচ খেলে ৬টি জিতেছে নেদারল্যান্ডস। জয়ের হার ৪২.৮৫ শতাংশ।

ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে নেদারল্যান্ডসের সেরা পারফরম্যান্স ২০০৭ সালে। এখনও পর্যন্ত বিশ্বকাপে দুটি মাত্র ম্যাচ জিতেছেন ডাচরা। যার মধ্যে একটি এসেছিল ২০০৭ সালে। স্কটল্যান্ডকে হারিয়ে। তার আগে ২০০৩ সালের বিশ্বকাপে ৬ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছিল নেদারল্যান্ডস। ২০১৯ বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হন ডাচরা।

শক্তি

নেদারল্যান্ডসের সবচেয়ে বড় শক্তি তাদের অলরাউন্ডাররা। বাস দি লিদ, তেজা নিদামানুরুর মতো দক্ষ অলরাউন্ডার রয়েছেন দলে। ব্যাটে-বলে যাঁরা ম্যাচের রং পাল্টে দিতে পারেন। এ ছাড়া রয়েছেন কলিন অ্যাকারমান, রুল্ফ ভান দার মারউই ও শারিজ় আমেদের মতো অলরাউন্ডার। বিক্রমজিৎ সিংহ ও লোগান ভান বিকও অলরাউন্ডারের ভূমিকা পালন করতে পারেন।

দুর্বলতা

নেদারল্যান্ডস শিবিরের সবচেয়ে বড় সমস্যা স্পিন। ব্যাটাররা স্পিন খেলায় দক্ষ নন। নিজেদের হাতে ভাল স্পিনারও নেই। দলের একমাত্র বলার মতো স্পিনার আরিয়ান দত্ত। কিন্তু তিনিও অনভিজ্ঞ। যোগ্যতা অর্জনকারী পর্বে শ্রীলঙ্কার স্পিনারদের বিরুদ্ধে বিপাকে পড়েছিলেন ডাচরা। দুই ম্যাচে ২০ উইকেটের মধ্যে ১১টি নিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ তিকশানা। ভারতের স্পিন বোলিং সহায়ক পরিবেশে অগ্নিপরীক্ষা ডাচদের।

চমক দিতে তৈরি

ডাচদের সবচেয়ে বড় ইতিবাচক দিক হল, তাঁদের নিয়ে কারও কোনও প্রত্যাশা নেই। তাই, চাপমুক্ত হয়ে মাঠে নামাতে পারবেন বাস দি লিদরা। তাঁদের হারানোর কিছু নেই। নিজেদের দিনে যে কোনও বড় দলকে হারিয়ে দিতে পারে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই ক্রিকেট বিশ্বের তথাকথিত বড় দলগুলির। তাই ডাচ ক্রিকেটারদের নিয়ে সকলের ধারণাও খুব একটা পোক্ত নয়। যা অস্ত্র হতে পারে নেদারল্যান্ডসের।

গেমচেঞ্জার

অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও বাস দি লিদ। বড় মঞ্চে জ্বলে উঠতে পারেন। ব্যাটে-বলে দলের সেরা অস্ত্র হতে পারেন বাস দি লিদ। আন্তর্জাতিক ওয়ান ডে-তে সেঞ্চুরি রয়েছে। ৫ উইকেটও রয়েছে। ভারতের স্পিন বোলিং সহায়ক পিচে জ্বলে উঠতে পারেন লেগস্পিনার আরিয়ান দত্তও।

বিশ্বকাপের দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস দি লিদ, বিক্রমজিৎ সিংহ, তেজা নিদামানুরু, পল ভান মিকিরিন, কলিন অ্যাকারমান, রুল্ফ ভান দার মারউই, লোগান ভান বিক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেন, ওয়েসলি বারেসি (উইকেটকিপার), সাকিব জুলফিকার, শারিজ় আমেদ ও সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট।

বিশ্বকাপে নেদারল্যান্ডসের সূচি: 

  • বনাম পাকিস্তান, হায়দরাবাদ, ৬ অক্টোবর, শুক্রবার, দুপুর ২
  • বনাম নিউজ়িল্যান্ড, হায়দরাবাদ, ৯ অক্টোবর, সোমবার, দুপুর ২
  • বনাম দক্ষিণ আফ্রিকা, ধর্মশালা, ১৭ অক্টোবর, মঙ্গলবার, দুপুর ২
  • বনাম শ্রীলঙ্কা, লখনউ, ২১ অক্টোবর, শনিবার, সকাল ১০.৩০
  • বনাম অস্ট্রেলিয়া, নয়াদিল্লি, ২৫ অক্টোবর, বুধবার, দুপুর ২
  • বনাম বাংলাদেশ, কলকাতা, ২৮ অক্টোবর, শনিবার, দুপুর ২
  • বনাম আফগানিস্তান, লখনউ, ৩ নভেম্বর, শুক্রবার, দুপুর ২
  • বনাম ইংল্যান্ড, পুণে, ৮ নভেম্বর, বুধবার, দুপুর ২
  • বনাম ভারত, বেঙ্গালুরু, ১২ নভেম্বর, রবিবার, দুপুর ২   

     

    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

    https://t.me/abpanandaofficial


    আরও পড়ুন: স্পিনারদের হাতে আফগানিস্তানের বিশ্বকাপ ভাগ্য, তিক্ত অভিজ্ঞতা ভুলতে পারবেন রশিদরা?