Rohan Bopanna-Rutuja Bhosale Script Spectacular Turnaround To Clinch Asian Games Gold In Mixed Doubles Get To Know

হাংঝৌ: এশিয়ান গেমসে টেনিসে প্রথম সোনা জিতল ভারত। মিক্সড ডাবলসে পদক জিতলেন রোহন বোপান্না-রুতুজা ভোসালে জুটি। হাংঝৌতে মিক্সড ডাবলসে সোনা জিতলেন রোহন বোপন্না-ঋতুজা জুটি। ২-৬, ৬-৩, ১০-৪ সেটে হারালেন চিনা-তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বীদের। চলতি এশিয়ান গেমসে ফের সফল ভারতীয় শ্যুটাররা। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে রুপো সরাবজোৎ সিং-দিব্যা টি এস জুটির। ফাইনালে অল্পের জন্য চিনের কাছে হার এশিয়ান গেমসে ১৯টি পদক ঝুলিতে ভরলেন ভারতীয় শ্যুটাররা। ৬টি সোনা, ৮টি রুপো ও ৫টি ব্রোঞ্জ পদক। ৯টি সোনা, ১৩টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ-সহ মোট ৩৫টি পদক নিয়ে তালিকায় ৬ নম্বরে ভারত। এদিন স্কোয়াশেও সোনা জিতল ভারত। পুরুষদের দলগত বিভাগে পাকিস্তানের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। গ্রুপ পর্বে হারের মধুর প্রতিশোধ নিল ভারতীয় দল।

প্রথম ম্যাচে পাকিস্তানের ইকবাল নাসিরের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হেরে যান ভারতের মহেশ মানগাঁওকর। তবে ভারতকে সমতা ফেরান সৌরভ। পাকিস্তানের আসিম মহম্মদ খানের বিরুদ্ধে ৩-০ সেটে জয় পান সৌরভ। ১-১ অবস্থায় তৃতীয় ম্যাচে মুখোমুখি হন ভারতের অভয় সিংহ এবং পাকিস্তানের নুর জামান। ৩০ মিনিটের মাথায় ম্যাচ জিতে যায় সৌরভ। ১১-৫, ১১-১, ১১-৩ ব্যবধানে ম্যাচ জিতে নেন সৌরভ। 

এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে শুটিংয়ে ভারতের দাপট অব্যাহত। একদিকে, মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে এল সোনা ও রুপো। আর দলগত ইভেন্টে রুপো। ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনালি ছোঁয়া অব্যাহত রাখলেন ভারতীয়রা। বলা ভাল, এশিয়া সেরার মঞ্চে তারুণ্যের জয়গান শোনা গেল পলক গুলিয়া ও এষা সিংহের সুবাদে। চলতি এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ৮ টি সোনা, ১১ টি রুপো ও ১১ টি ব্রোঞ্জ সহ মোট ৩০ টি পদক এসেছে ভারতের ঝুলিতে। আর যার মধ্যে ১৭টি-ই শুটিং থেকে।

১৭ বছরের পলক ও ১৮ বছরের এষা মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল (10m air pistol women’s) বিভাগের ব্যক্তিগত ইভেন্টে সোনা ও রুপো জিতেছেন। নিঃসন্দেহে যা ঐতিহাসিক। একে অপরের বিরুদ্ধে সেরা হওয়ার লড়াই শেষের পরই একজোট হয়ে দিব্যা থাডিগোলকে সঙ্গে নিয়ে একই বিভাগের দলগত বিভাগে ভারতকে তাঁরা এনে দিয়েছেন রুপো। শুধু সোনা জেতাই নয়, ব্যক্তিগত বিভাগে ২৪২.১ পয়েন্ট স্কোর করে এশিয়ান গেমসের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন পলক (Palak Gulia)। ২৩৯.৭ পয়েন্ট পেয়ে রুপো জেতেন এষা ( Esha Singh)। চলতি এশিয়ান গেমসে যেটি অষ্টাদশী ভারতীয় শুটারের চতুর্থ পদক।