Suvendu Adhikari: চার্টার্ড প্লেনে যাওয়া উচিত ছিল, বাসে TMCর দিল্লিযাত্রাকে কটাক্ষ শুভেন্দুর

বাসে করে তৃণমূলের দিল্লি যাত্রাকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার এক দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, এত টাকা, বিমানে করে দলীয় কর্মীদের দিল্লি নিয়ে যাওয়া উচিত ছিল তৃণমূলের।

এদিন শুভেন্দুবাবুকে বলতে শোনা যায়, ‘২০০ মতো চার্টার্ড ফ্লাইট নামিয়ে দিন না দমদমে। আজ এবং কাল, তৃণমূলের লোকেরা সারাদিন শুধু উড়ুক। ট্রেন দিতে পারবে না তো কী হয়েছে? ভাইপোর চুরির টাকাতে প্লেন চড়বে অন্তত। সওকত মোল্লা, আরাবুল ইসলাম, জাহাঙ্গির খান, সামিম এরা অন্তত প্লেনে করে ঘুরে আসুক’।

১০০ দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লিতে ধরনা কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। সেই কর্মসূচিতে কর্মীদের নিয়ে যাওয়ার জন্য হাওড়া থেকে নয়া দিল্লি পর্যন্ত ট্রেন ভাড়া করতে চেয়ে পূর্ব রেলের কাছে আবেদন করেছিল তৃণমূল। ট্রেন ছাড়ার কথা ছিল শনিবার সকাল ৮টায়। কিন্তু শুক্রবার বিকেলে রেলের তরফে জানিয়ে দেওয়া হয়, পর্যাপ্ত কামরা না থাকায় বিশেষ ওই ট্রেন দেওয়া যাচ্ছে না। এর পরই বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব হয় তৃণমূল। 

ওদিকে ট্রেনে চড়ার জন্য বৃহস্পতিবার থেকেই বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেন তৃণমূল কর্মীরা। শেষ মুহূর্তে ট্রেন বাতিল হওয়ায় বিপাকে পড়ে নেতৃত্ব। কিন্তু তৃণমূলের সাধারণ সম্পাদক জানান দিল্লি যেতে বিকল্প ব্যবস্থা করবেন তাঁরা। রাত বাড়লে জানা যায়, বাসে করে দিল্লি নিয়ে যাওয়া হবে তৃণমূল কর্মীদের। এর পরই শুরু হয় বাস জোগাড় করার তোড়জোড়।

শনিবার সকালে নেতাজি ইনডোর স্টেডিয়ামের সামনে থেকে ছাড়তে শুরু করেছে বাসগুলি। সেখানেই গত ২ দিন ধরে রয়েছেন বিভিন্ন জেলা থেকে আসা দলীয় কর্মীরা।