ফেব্রুয়ারি মাসেই লোকসভা ভোট দাবি শুভেন্দুর, ‘‌বাবার কি ক্যালেন্ডারের ব্যবসা ছিল?‌’‌ পাল্টা কুণাল

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই এখন থেকেই সব দল সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস লাগাতার কর্মসূচি করেই চলেছে। দুর্গাপুজোর পর আরও বড় কর্মসূচি নতুন করে শুরু করবে। বিজেপি সোশ্যাল মিডিয়ার পাশাপাশি রাজ্য সরকারকে গালিগালাজ করে চলেছে। সিপিএম–কংগ্রেস উঠে দাঁড়াতে চেষ্টা করছে। কিন্তু পা হরকে যাচ্ছে বারবার। এই আবহে তৈরি হয়েছে বিরোধীদের ইন্ডিয়া জোট। তারপরই বিরোধীদের উপর আক্রমণ বেড়েছে বলে অভিযোগ। কারণ চাপে পড়ে গিয়েছে এনডিএ। তবে এই সমস্ত কিছুর মধ্যে চমকে দেওয়ার মতো খবর প্রকাশ্যে এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর মতে, ২০২৪ সালের প্রথম দিকেই হয়ে যাবে লোকসভা নির্বাচন।

এই খবর প্রকাশ্যে আসতেই সিপিএম–কংগ্রেস আলোচনায় বসতে চলেছে বলে খবর। বিজেপির অন্যান্য নেতারা তেমন কিছু বলছেন না। আর তৃণমূল কংগ্রেস শুভেন্দুর কথায় বিশেষ পাত্তা দিতে নারাজ। বরং তার জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ঠিক কী বলেছেন শুভেন্দু?‌ নিয়োগ দুর্নীতির বিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে শুভেন্দু বলেন, ‘‌আপার প্রাইমারিতে হিসেব দিয়েছি। ২৭ কোটি টাকা তুলছে। পরীক্ষার জন্য ৫০০ টাকা নেওয়া হচ্ছে। ওই টাকার মধ্যে ২ কোটি টাকা খরচ হবে। পরীক্ষা হবে ৮ ডিসেম্বর। ফলাফল কিন্তু লোকসভার আগে প্রকাশ হবে না। আর ফেব্রুয়ারি মাসের শেষে লোকসভা ভোট হয়ে যাবে। ওই ২৭ কোটির মধ্যে ২ কোটি টাকা খরচ হবে। বাকি ২৫ কোটি টাকা ভুয়ো শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য খরচ হবে।’‌

আর কী জানা যাচ্ছে?‌ ইতিমধ্যেই বাংলায় ইন্ডিয়া নেই বলে সওয়াল করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শীঘ্রই তিনি কংগ্রেস এবং নওশাদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন। সেখানে নয়াদিল্লির বুকে বাসে করে গিয়ে আন্দোলন করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে অভিযোগ। তার প্রতিবাদেই রাজধানীর বুকে সোচ্চার হওয়া। এদিকে গতবছর থেকে শুভেন্দু অধিকারী নানা তারিখ দিয়ে গিয়েছেন। আর তা নিয়ে একের পর এক খোঁচা খেতে হয়েছে। এবার দিয়েছেন লোকসভা নির্বাচনের সময়।

আরও পড়ুন:‌ বাংলায় হতে চলেছে ইলেকট্রিক স্কুটার কারখানা, ব্যাপক কর্মসংস্থানের সম্ভাবনা

ঠিক কী বলছেন কুণাল?‌ শুভেন্দুর মন্তব্যের পর ভোট এগিয়ে আসছে কিনা তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‌ওর বাবার কি ক্যালেন্ডারের ব্যবসা ছিল? ছোটবেলা থেকে কেন ডেট দিয়ে যায় বুঝি না। মনে হয় অধিকারী প্রাইভেট লিমিটেডের ক্যালেন্ডারের ব্যবসা ছিল। ওর কথা একের পর এক মেলে না। ২০২৪ সালের লোকসভা নির্বাচন হয় ফেব্রুয়ারি নয় মার্চ বা এপ্রিলে হবে। তখনই তো নির্বাচনের সিডিউল! তাই ওর জন্য আলাদা করে ডেট দেওয়ার কী আছে? ও একটা ডেট দিচ্ছে ফেব্রুয়ারি মাসে। আমরা পরেরটা বলে দিলাম বিজেপি হারছে।’‌