ভারতের দলের বিপক্ষে বসুন্ধরার বাঁচা-মরার লড়াই

এএফসি কাপে বসুন্ধরা কিংসের শুরুর অভিযানটা মোটেও ভালো হয়নি। গ্রুপে মালদ্বীপের মাঠে মাঝিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের কাছে বড় ব্যবধানে হার। সেই ক্ষত নিয়েই আগামীকাল সোমবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বসুন্ধরা। এবার প্রতিপক্ষ ভারতের আইএসএলের অন্যতম সেরা দল ওড়িশা এফসি। বসুন্ধরা কিংস অ্যারেনাতে সন্ধ্যা ৬টায় এই ম্যাচের আড়ালে হবে দুই স্প্যানিশ কোচেরও লড়াই।

গ্রুপে নিজের অবস্থান জানান দিতে হলে বসুন্ধরার ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই। তাদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের সামনে কঠিন পরীক্ষা। এখন পর্যন্ত দলটি কোনও সময় টানা দুই ম্যাচ হারেনি। তাই ওড়িশার বিপক্ষে জিতেই সেই ধারা অব্যাহত রাখতে হবে।

সংবাদ সম্মেলনে আজ ব্রুজন তাই বলেছেন, ‘ম্যাচটা ভীষণ কঠিন হবে। আমাদের জন্য নতুন একটা পরিস্থিতি সামনে আছে। আমরা কখনোই টানা দুই ম্যাচ হারিনি। এখানে বসুন্ধরা কিংস অ্যারেনাতেও আমরা কখনও হারিনি। তো প্রতিক্রিয়া দেখানোর জন্য খুব ভালো একটা সময় আমাদের সামনে।’  

কালকের ম্যাচকে অনেকটা বাঁচা-মরার লড়াইও বলছেন ব্রুজন, ‘আমাদের সামনে কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে। ওড়িশা নতুন একটা ক্লাব, আমাদের মতোই। শেষ মৌসুমে তারা সুপার কাপ জিতেছে, চলতি মৌসুমটাও ভালোভাবে শুরু করেছে তারা। শীর্ষ মানের কোচ আছে তাদের। গুরুত্বপূর্ণ জায়গায় তাদের মূল খেলোয়াড়রা আছে। কালকের ম্যাচটায় ছোট ছোট বিষয়গুলো ব্যবধান গড়ে দেবে বলে মনে হচ্ছে। দুই দলের জন্যই কালকের ম্যাচটা বাঁচা-মরার লড়াই। কারণ কাল হেরে গেলেই তো টিকে থাকার সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে আসবে।’ 

বসুন্ধরা অধিনায়ক রবিনিয়ো আশাবাদী ম্যাচটাতে ঘুরে দাঁড়াতে পারবে তার দল, ‘কাল আমাদের সামনে বড় ম্যাচ। এটা আমরা ঘরের মাঠে খেলছি, বিষয়টা ভালো। কারণ নিজেদের দর্শকদের সামনে খেলা যাবে। ম্যাচটা জিততে, পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে মাঠের ভেতর যা করা প্রয়োজন করতে হবে আমাদের।’  

বসুন্ধরার শক্তি বাড়াতে ব্রাজিলিয়ান মিগেল দামাসেনা ফিরেছেন। দলে নেই ইনজুরির আঘাত।

ওড়িশা এফসির জন্য আবার এএফসি কাপে এটাই প্রথম ম্যাচ হতে যাচ্ছে। কোচ আরেক স্প্যানিশ সার্জিও লোবেরো ঢাকার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, ‘আমরা এই ম্যাচ খেলার জন্য অপেক্ষায় আছি। চ্যালেঞ্জ নিতে প্রস্তুতও বলতে পারেন। আমরা শুধু ক্লাব নয়, দেশের (স্পেন) ও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আশা করছি ভালো ফল পাবো আমরা।’