Child’s Name: শিশুর নামকরণ নিয়ে বাবা-মায়ের মধ্যে লড়াই, তুমুল ঝগড়া! মিষ্টি রায় দিল আদালত

সন্তানের নাম কী হবে সেটা নিয়েই ঝগড়া। মানে মতে আর কিছুতেই মেলে না। এক বছর, দু বছর নয়, টানা তিন বছর তাদের মধ্য়ে এই ঝগড়া। শেষ পর্যন্ত আদালতে যায় মামলা। আর সেই সময়ের মধ্যে সন্তানের কোনও নামই ছিল না। নাম ছাড়াই ঘুরত শিশু। কেরলের এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়েছে। 

তবে আদালত অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে। আদালত জানিয়েছে, সন্তানের কল্যাণ সবার আগে দেখা দরকার। মা বাবা কী চাইছেন সেটা বড় ব্য়াপার নয়। এসব ক্ষেত্রে আদালতই সন্তানের নামকরণ করতে পারে। 

হাইকোর্ট জানিয়ে দিয়েছে, শিশুর কল্যাণ, সামাজিক স্বার্থ ও সামাজিক রীতিনীতির বিষয়টি মাথায় রেখে এক্ষেত্রে আদালতই শিশুর নামকরণ করতে পারে। শিশুর নামকরণের অধিকার রয়েছে আদালতের। 

এদিকে শিশুর নাম নিয়ে দীর্ঘ টানাপোড়েন। বাবা মায়ের এই মতের অমিলের জেরে ভুগতে হচ্ছিল শিশুটিকে। বার্থ সার্টিফিকেটেও শিশুর কোনও  নাম নেই। কিন্তু স্কুলে ভর্তির সময় তো নাম দরকার? স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, নাম ছাড়া বার্থ সার্টিফিকেট। আর সেই বার্থ সার্টিফিকেট দেখিয়ে শিশুকে ভর্তি করা যায় না মা জানিয়ে দেন শিশুর নাম রাখা হবে পূণ্য নায়ার। কিন্তু আচমকা এই নাম নিয়ে দুজনের সম্মতি আছে কি না সেটাও দেখা দরকার। 

তবে বাবা চাইছেন নাম হোক পদ্ম নায়ার। এরপর ফের শুরু হয় দড়ি টানাটানি। এরপর আদালতে ওঠে মামলা। সেখানেও নাম নিয়ে দুজনের মতের অমিল। আর তখনই আদালত জানায় মায়ের কাছে শিশু কন্যা থাকে। সেক্ষেত্রে শিশুর নাম পূন্য নায়ার রাখা যেতে পারে। তবে পূন্যর পরে বালগঙ্গাধরও থাকবে। কারণ বাবার নামটাও যুক্ত করা হচ্ছে। সেক্ষেত্রে দুজনকেই গুরুত্ব দেওয়া হল। আদালতের নির্দেশে শিশুর নাম হল পূন্য বি নায়ার। অবশেষে মুখে হাসি ফুটল দম্পতির। দুজনেরই মান রক্ষা হল। কারোরই হার নেই। জিতলেন দুজনেই।