Indian Men’s Badminton Team Creates History By Securing First Silver Medal In Team Event In Asian Games

হাংঝৌ: ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) ব্যাডমিন্টনে পুরুষদের দলগত বিভাগের ফাইনালে লক্ষ্য সেন ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি প্রথম দুই ম্যাচ জিতে ভারতকে এগিয়ে দিয়েছিলেন। তবে শেষমেশ টাইয়ে হারতেই হল ভারতকে। পরপর তিন ম্যাচ জিতে সোনা নিশ্চিত করলেন চিনের শাটলাররা। তবে পরাজিত হয়েও ইতিহাস গড়লেন লক্ষ্যরা। এই প্রথমবার ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল এশিয়ান গেমসের দলগত বিভাগে রুপো জিতল।

ভারতীয় দলের তরফে সিঙ্গেলসে লক্ষ্য সেন টাইয়ের প্রথম ম্যাচে কোর্টে নামেন। চিনের শি ইয়ুকিকে তিন গেমের হাড্ডাহাড্ডি ম্যাচে ২২-২-, ১৪-২১, ২১-১৮ স্কোরলাইনে হারান ভারতীয় তরুণ শাটলার। শেষ গেমে একসময় ৯-১৪ পিছিয়ে থাকলেও, দুরন্ত লড়াই করে গেম ও ম্যাচ ছিনিয়ে নেন লক্ষ্য। সাত্ত্বিক-চিরাগ নিজেদের ডাবলস ম্যাচ জিতলে টাইয়ে ভারতের লিড দ্বিগুণ হয়। বিশ্বের দুই নম্বর জুটিকে ৫৫ মিনিটের ম্যাচে ২১-১৫, ২১-১৮ স্কোরে হারায় ভারতীয় শাটলার জুটি।

এরপর কোর্টে নামেন কিদাম্বি শ্রীকান্ত। তিনি নিজের সিঙ্গেলস ম্যাচ জিতলেই সোনা জিতে নিতে পারত ভারতীয় ব্যাডমিন্টন দল। তবে তেমনটা হয়নি। লি শিফেং ২৪-২২, ২১-৯ স্কোরে স্ট্রেট গেমে ম্যাচ জিতে নিয়ে চিনের প্রত্যাবর্তনের যাত্রা শুরু করেন। পরের ম্যাচেও ধ্রুব কপিলা ও সাঈ কৃষ্ণ তেমন লড়াই করতে পারেননি। ভারতীয় ডাবলস জুটি ২১-৬, ২১-১৫ স্কোরে পরাজিত হয়। টাইয়ে  ২-২ সমতায় ফেরে গতবারের চ্যাম্পিয়ন চিন।   

 

 

এমন পরিস্থিতিতে মিথুন মঞ্জুনাথ এবং ওয়েং হংওয়াংয়ের ম্যাচের মাধ্যমেই পদকের রং নিশ্চিত হওয়ার ছিল। সেই পদক নির্ণায়ক ম্যাচে মিথুনও তেমন চ্যালেঞ্জ জানাতে পারেননি। প্রথম গেমে খানিকটা লড়াই করে ১২-২১ হারলেও, দ্বিতীয় গেমে তাঁকে ৪-২১ স্কোরলাইনে কার্যত উড়িয়ে দিয়ে চিনের জন্য পদক নিশ্চিত করেন ওয়েং। তবে ম্যাচ হারলেও রুপো জিতে ইতিহাস তৈরি করল ভারতীয় দল। এটি এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে ভারতীয় পুরুষ দলের চতুর্থ পদক।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: অ্যাথলেটিক্সে প্রথম সোনা, এশিয়ান রেকর্ড গড়ে পদক জিতলেন অবিনাশ