Kolkata Corporation: ঝুঁকি নিল না কলকাতা পুরসভা, বাতিল স্বাস্থ্যকর্মী নিয়োগের প্যানেল

ফের দুর্নীতির অভিযোগ। এবার প্রশ্নের মুখে কলকাতা পুরসভা। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে কলকাতা পুরসভার বিভিন্ন আর্বান হেলথ সেন্টারে স্বাস্থ্যকর্মী নিয়োগ নিয়ে বড় অনিয়মের অভিযোগ। আর সেই অভিযোগ উঠতেই এবার নড়েচড়ে বসল কলকাতা পুরসভা। আপাতত সেই প্যানেল বাতিল করা হয়েছে। 

মেয়র পারিষদ বৈঠকে স্বাস্থ্য কর্মী নিয়োগ সংক্রান্ত প্যানেল বাতিল নিয়ে আলোচনা হয়। তারপর এনিয়ে পদক্ষেপ নেওয়া হয় বলে খবর। 

তবে এভাবে আচমকা প্যানেল বাতিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন মহলে শোরগোল পড়ে গিয়েছে। কার্যত অনিয়মের অভিযোগ উঠতেই আর ঝুঁকি নিতে চায়নি কলকাতা পুরসভা। দ্রুত সেই প্যানেল বাতিল করে দেওয়া হয়। এমনটাই মনে করছেন অনেকে। 

তবে স্বাস্থ্যকর্মী নিয়োগ নিয়ে চূড়ান্ত তালিকা অবশ্য প্রকাশ করা হয়নি। তার আগেই বাতিল করে দেওয়া হল তালিকা। তবে বছর দেড়েক আগে পুরসভা এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তারপরই একে একে আবেদনপত্র আসতে শুরু করে। সব মিলিয়ে প্রায় কয়েক হাজার প্রার্থী এই আবেদন করেছিলেন। তবে তার মধ্য়ে ঝাড়াই বাছাই করে ১১৮জনের নামের তালিকা করা হয়েছিল। কিন্তু সেই নাম নিয়েও অনিয়মের অভিযোগ ওঠে। এরপরই এনিয়ে নড়েচড়ে বসে কলকাতা পুরসভা। 

ওয়াকিবহাল মহলের মতে,শিক্ষা থেকে স্বাস্থ্য সর্বক্ষেত্রে দুর্নীতির আখড়া হয়ে গিয়েছে বাংলা। তার মধ্য়েই সামনে আসে পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ। এর আগেও পুরসভার নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠেছিল। রাজ্য়ের বিভিন্ন পুরসভায় এই অভিযোগ উঠেছিল। এসবের জেরে আর কোনও ঝুঁকি নিল না পুরসভা।