Narendra Modi: ‘শোয়ার ঠিকঠাক টাইম পাই না, সময়ে খাওয়া দরকার আমার,’ বললেন ‘শৃঙ্খলাপরায়ণ’ মোদী, দেখুন Video

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদা কর্মচঞ্চল। আর এদিন সেই মোদী জানিয়ে দিলেন, খাওয়া আর শয়ন এই দুটি ক্ষেত্রে আমি ঠিক শৃঙ্খলা মানতে পারি না।

গান্ধী জয়ন্তীর আগে স্বচ্ছতা অভিযানে শামিল হয়েছিলেন তিনি। ফিটনেস গুরু অঙ্কিত বাইয়ানপুরিয়ার সঙ্গে তিনি কথা বলেন। তিনি দৈনন্দীন জীবনের শৃঙ্খলার কথা তুলে ধরেন।

তিনি বলেন, আমি ( খুব বেশি) ব্যায়াম করি না। কিন্তু আমি শৃঙ্খলা মেনে চলি। কিন্তু দুটো ক্ষেত্রে আমি শৃঙ্খলা মেনে চলতে পারি না। সঠিক সময় আমি খেতে পারি না। আমার যথাযথ ঘুমানোও উচিত। তবে এদিন তিনি ঝাঁটা হাতে স্বচ্ছতা অভিযানে শামিল হয়েছিলেন।

এক্স হ্যান্ডেলে তিনি এই সংক্রান্ত ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে মোদী ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছেন। এক এক করে নোংরা পরিষ্কার করছেন। 

ফিজিকাল অ্যাক্টিভিটির জন্য কতটা সময় দেন? ফিটনেস গুরুকে প্রশ্ন মোদীর।

ওই ফিটনেস গুরু জানিয়েছেন দিনে চার পাঁচ ঘণ্টা করি।

এরপর মোদী বলেন, আমি খুব বেশি এক্সারসাইজ করার সময় পাই না।

 

শোয়ার ক্ষেত্রে যতটা সময় দেওয়া দরকার ততটা দিতে পারি না। দেশের উন্নতির জন্য কাজ করতে হয়। বললেন ফিটনেস গুরু।

সোশ্য়াল মিডিয়ায় কতটা ভালো কাজ হতে পারে তার যথাযথ পথ আপনি দেখিয়েছেন। জানিয়েছেন মোদী। এরপর তিনি সোশ্য়াল মিডিয়ায় ফিটনেস সম্পর্কিত কিছু ভিডিয়োর কথা তুলে ধরেন। একজন কন্যা জানিয়েছিল তার মা গৃহস্থালীর কাজ করার মাধ্য়মে কীভাবে ফিট থাকেন। এটাই তাঁর ব্যায়াম করার পদ্ধতি। রোজকার গৃহস্থালীর কাজের মাধ্য়মে তিনি ফিট থাকেন বলে জানিয়েছেন। সেটাই তুলে ধরলেন মোদী।