জিকো, তপু, মোরসালিনসহ পাঁচ ফুটবলার অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ!

এএফসি কাপে সোমবার সন্ধ্যায় গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ক্লাব ওড়িশা এফসির বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। তার আগেই টালমাটাল কিংস শিবির! শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচ ফুটবলারকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ক্লাব কর্তৃপক্ষ।

ক্লাব সূত্রে জানা গেছে, এফসি কাপের প্রথম ম্যাচ খেলতে গিয়ে মালদ্বীপ থেকে আসার পথে শৃঙ্খলা বহির্ভুত কাজে জড়িয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন, গোলকিপার আনিসুর রহমান জিকো, তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন, ক্লাবটির প্রথম অধিনায়ক তৌহিদুল আলম সবুজ ও ডিফেন্ডার  রিমন হোসেন। একই ঘটনায় তিনজন সাপোর্টিং স্টাফকেও শাস্তির আওতায় আনা হয়েছে। বর্তমানে খেলোয়াড়দের ক্যাম্পের বাইরে রাখা হয়েছে।

ক্লাব সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শৃঙ্খলা সবার ওপরে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি শুধুমাত্র ক্লাবের শৃঙ্খলা বজায় রাখতে। তাদের বিপক্ষে অভ্যন্তরীণ তদন্তও চলছে। দৃষ্টান্তমূলক শাস্তির পর আশা করছি খেলোয়াড়রা তাদের ভুল বুঝতে পারবে এবং ভবিষ্যতে এরকম কাজ আর করবে না।’