ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ, কোচবিহার–মালদা হয়ে কম্পন অনুভূত বাংলাদেশে

আজ, সোমবার সন্ধ্যায় হঠাৎ উত্তরবঙ্গের কয়েকটি জেলা কেঁপে উঠল ভূমিকম্পে। শুধু তাই নয়, মালদা থেকে কোচবিহার একের পর এক জেলাতেই অনুভূত হয়েছে কম্পন। যার জেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বাংলার বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হওয়ায় জোর আলোড়ন পড়ে গিয়েছে। নাগাড়ে বৃষ্টিতে এমনিতেই বানভাসী পরিস্থিতি। তার উপর ভূমিকম্প রাতের ঘুম কেড়ে নিল অনেকের। এখন অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন, আবার হবে না তো?‌ ভয়ের কিছু নেই তো?‌ এসবের উত্তর এখনও মেলেনি।

এদিকে আজ সন্ধ্যা ৬টা নাগাদ হঠাৎ কেঁপে ওঠে কোচবিহার জেলার একাধিক এলাকা। প্রথমে বিষয়টি অনেকেই বুঝতে পারেননি। পরে কাঁপুনি বাড়লে টের পেয়েছেন এটা ভূমিকম্প। ইতিমধ্যেই সব সংবাদমাধ্যমে দেখাতে শুরু করেছে। তাতে আরও মানুষজন আতঙ্কিত হয়ে পড়ছেন। ভূমিকম্পের কারণেই মাটি কেঁপে উঠল এটা বুঝতে পেরেই অনেকে বাড়ির বাইরে চলে আসেন। বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসতে দেখা যায় দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জের বাসিন্দাদের। প্রথমে হালকা ঝাঁকুনি এবং মুহূর্তের মধ্যেই মৃদু কম্পন অনুভূত হয় জেলাজুড়ে। কোচবিহারের দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, শীতলকুচি— সর্বত্রই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরবঙ্গের নানা জেলা। মালদার মানুষজনও জানান, ক্ষণিকের কম্পন অনুভব করেছেন তাঁরা।

অন্যদিকে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। তবে তুফানগঞ্জের বাসিন্দারা এই ভূমিকম্প ভাল টের পেয়েছেন। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুরের বিস্তীর্ণ এলাকাতেও ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। শুধু বাংলা নয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরায় একই ঘটনা ঘটেছে। ভারত ছাড়াও চিন, বাংলাদেশ, ভূটানেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর। সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ ভারত, বাংলাদেশ, নেপাল, ভূটান এবং চিনে ভূমিকম্প অনুভূত হয়। কিছু কিছু জায়গায় রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৫.৩। মেঘালয় রাজ্যে বেশ জোরে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়েরই রেসুবেলপাড়ার সংলগ্ন এলাকায় বলে জানা যাচ্ছে। কম্পন অনুভূত হয়েছে অসমেও।

আরও পড়ুন:‌ কম সময়ে ডায়মন্ডহারবার থেকে পৌঁছে যাওয়া যাবে গঙ্গাসাগরে, চালু হচ্ছে ক্রুজ পরিষেবা

আর কী জানা যাচ্ছে?‌ ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়ের উত্তর গারো পাহাড়ের নিকট। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। কয়েক সেকেন্ডের কম্পনে আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি বিষয়টি জানিয়েছে তাদের এক্স– হ্যান্ডেলে। রবিবার রাত ১১টা ২৬ মিনিটে হরিয়ানায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে তার কম্পন মাত্রা ছিল ২.৬। ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল হরিয়ানার রোহতক থেকে ৭ কিলোমিটার দূরে।