Asian Games Vithya Ramraj Levels With PT Usha’s Women’s 400 M Hurdles National Record To Get Into Finals Two Bronze In Roller Skating Event

হাংঝাউ : কিংবদন্তির সামনেই তাঁর নজির ছুঁয়ে ইতিহাস। এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে মহিলাদের ৪০০ মিটার হার্ডলসের ৩৯ বছরের পুরনো রেকর্ড ছুঁয়েছেন বিত্যা রামরাজ (Vithya Ramraj)। আর তাও হয়েছে খোদ কিংবদন্তির সামনেই। ভারতের প্রতিথযশা অ্যাথলিট তথা বর্তমানে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষার (PT Usha) দখলে এতদিন ছিল যে কীর্তি।

বিত্যা এদিন হিটে ৫৫.৪২ সেকেন্ডে মহিলাদের ৪০০ মিটার হার্ডলসের দৌড় শেষ করে সেরা পাঁচজন অ্যাথলিটের মধ্যে থেকে পৌঁছেছেন ফাইনালে। দেশীয় রেকর্ড ছুঁয়ে ফেলার পরে এশিয়া সেরা হওয়ার চূড়ান্ত পর্বে বিত্যা দেশকে আরও গর্বিত করে পদক এনে দেবেন বলেই প্রত্যাশায় বুক বাঁধছেন সকলে। বিত্যার পাশাপাশি ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতের আরও তিন অ্যাথলিট। মেডেল প্রাপ্তি দৌড়ে বিত্যার পাশাপাশি নামবেন জেসে সন্দেশ, মহম্মদ আফসাল পুলিকালাকাখ ও কৃষ্ণণ কুমার।

এদিকে, রোলার স্কেটিংয়ে জোড়া ব্রোঞ্জ এসেছে ভারতের ঝুলিতে। যথাক্রমে পুরুষদের ও মহিলাদের ৩ হাজার মিটার রিলেতে দুই পদক এসেছে দেশের ঝুলিতে। দিনের শুরুতে সঞ্জনা বাথুলা, কার্তিকা জগদেশন, হিরাল সাধু ও আরতি কস্তুরী রাজের ভারতীয় মহিলা স্পিড স্কেটিং দল জেতে ব্রোঞ্জ। যার খানিক পরে পুরুষ দলও দেশকে আরও একটি পদক এনে দেয়। ভারতের পুরুষ রোলার স্কেটিং দলের সদস্যরা হলেন অরণ্যপাল সিংহ গুমান, আনন্দকুমার ভেলকুমার, সিদ্ধান্ত কাম্বলে ও বিক্রম ইঙ্গালে।

এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে ব্রোঞ্জ জিতলেন বাংলার দুই খেলোয়াড়। মহিলাদের টেবিল টেনিসের দলগত বিভাগের সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে হেরে গিয়ে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হল ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়কে। যদিও এশিয়া মঞ্চে পদক তালিকায় নাম তুলে ইতিহাসের পাতায় জায়গা পাকা করে ফেললেন দুই বঙ্গতনয়া। প্রসঙ্গত, এশিয়ান গেমসের নবম দিনে এটি ভারতের তৃতীয় ব্রোঞ্জ। পাশাপাশি এশিয়ান গেমসের ইতিহাসে টেবিল টেনিসের মঞ্চেও ভারতের এই নিয়ে তৃতীয় ব্রোঞ্জ পদক এটিই।

আরও পড়ুন- ৫০-র গণ্ডি পার করেছে পদক সংখ্যা, এশিয়ান গেমসের তালিকায় কত নম্বরে ভারত?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial