Bus accident in Saltlake: রেষারেষির জেরে কলেজ মোড়ে দুর্ঘটনা, গাড়িকে ধাক্কা মেরে উলটে গেল বাস, আহত ১০

বাসের রেষারেষি জেরে অতীতে অনেক দুর্ঘটনা ঘটেছে শহরে। তারপরেও যেন হুঁশ ফিরছে না চালকদের। ফের দুটি বাসের রেষারেষির জেরে ঘটল দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িকে ধাক্কা মেরে উলটে গেল একটি বাস। ঘটনায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সকাল সাড়ে ৭টা নাগাদ সল্টলেকের কলেজ মোড় এলাকায়। ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া চালককে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: পুরী থেকে ফেরার পথে উল্টে গেল বাস, পথ দুর্ঘটনায় আহত অন্তত ২৫, আশঙ্কাজনক ১১

জানা গিয়েছে, দুটি কেবি ১৬ রুটের বাস ঝিলের দিক থেকে পরপর কলেজ মোড়ের দিকে আসছিল। ফলে কে আগে যেতে পর্বে বা কে বেশি যাত্রী তুলতে পারবে? তাই নিয়ে চলছিল বাস দুটির রেষারেষি। ফলে স্বাভাবিকভাবেই বাসের গতি বেশি ছিল। তারপর বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল। একটি বাস সিগন্যাল ভেঙে এগোনোর চেষ্টা করে তখন সামনের দিক থেকে একটি গাড়ি চলে আসে। সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িতে ধাক্কা মারে এবং উলটে যায়। এছাড়া, বাসটি একটি বাইকেও ধাক্কা মারে। একটি বাইক কেউ ধাক্কা মারে ঘটনায় ওই বাইকে দুজন আরোহীও আহত হয়েছেন।  দুর্ঘটনাগ্রস্ত বাসে ৩০ জন মতো যাত্রী ছিলেন। বাসটি উলটে যাওয়ায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। যার মধ্যে গুরুতর আহত হয়েছেন এক মহিলা যাত্রী। তাঁর কলার বোন ভেঙে গিয়েছে বলে যায়। যাত্রীদের বক্তব্য, বাসটি খুব জোরে যাচ্ছিল। তার পরে বাসটি গাড়ির সঙ্গে ধাক্কা মারার পর ডিভাইডারে ধাক্কা মারে এবং উলটে যায়। বাসের যাত্রীদের পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়ির আরোহী এবং বাইকের দুজন আরোহী সামান্য আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তাটি ওয়ানওয়ে। ফলে কীভাবে ওই গাড়িটি রাস্তা দিয়ে যাচ্ছিল তা প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। তারা চালককে আটক করার পাশাপাশি আহত যাত্রীদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।  সাধারণত সল্টলেকের কলেজ মোড় একটি ব্যস্ত জায়গা। এখানে তথ্য প্রযুক্তির অফিস হওয়ায় প্রতিদিন প্রচুর মানুষের ভিড় হয়। তবে এদিন গান্ধী জয়ন্তী উপলক্ষে ছুটির দিন থাকায় রাস্তা কিছুটা ফাঁকা ছিল। সে ক্ষেত্রে ছুটি না থাকলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, দুর্ঘটনার ফলে রাস্তায় যানজট দেখা দেয়।