Heavy rain fall alert: নিম্নচাপে ভারী থেকে অতিভারী বৃষ্টি, জেলাগুলিকে বাঁধ নিয়ে সতর্ক করল নবান্ন

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে তা স্থলভাগে প্রবেশ করেছে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নেমেছে ভারী বৃষ্টি। শুক্রবার বিকেল থেকেই বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবারও সারাদিন দফায় দফায় হয়েছে বৃষ্টি। রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর আগে শনির বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলও জমেছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে। আগামী ৪ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আর আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। 

আরও পড়ুন: ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, সকাল থেকেই ভারী বৃষ্টিতে ভাসতে শুরু করল বাংলা

এই আবহে নবান্নের তরফে জেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়াও, ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বৃষ্টির ফলে নদীর জলস্তর স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। এই অবস্থায় নদী বাঁধগুলি কী অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। এদিকে, শুক্রবার থেকে বৃষ্টির জেরে একাধিক এলাকায় জল জমেছে। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। পাশাপাশি কলকাতা পুরসভার কমিশনারকেও দ্রুত জল বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য পাম্প সহ যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। এছাড়াও বিপর্যয় মোকাবেলা বাহিনীর প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।নিম্নচাপে সবচেয়ে বেশি প্রভাব পড়ে উপকূলবর্তী এলাকাগুলিতে। তাই ওই সমস্ত জেলার জেলাশাসকদেরও এ বিষয়ে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণবাতটি নিম্নচাপে পরিণত হয়। সেই নিম্নচাপটি ক্রমেই উত্তরপশ্চিম দিকে এগিয়ে বাংলার পশ্চিমের জেলাগুলির ওপর অবস্থান করছে। এর ফলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে সমুদ্রে। এর জেরে স্বাভাবিকভাবে সমুদ্র উত্তাল থাকবে। সেই কারণে মৎস্যজীবীদের আগামী কয়েক দিন সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। তবে বৃষ্টির জেরে অস্বস্তিকর গরম থেকে কিছুটা রেহাই মিলবে। আগামী কয়েক দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু-তিন ডিগ্রি কম থাকবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।