কলকাতায় পা রাখলেন মোহত ভাগবত, সংঘ প্রধান যাবেন বেলুড় মঠ–দক্ষিণেশ্বর

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর তার আগে দু’দিনের সফরে কলকাতায় পা রাখলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর এই আগমনে নতুন কোনও বার্তা আসতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ রাজ্য–বিজেপি এখন সাংগঠনিকভাবে দিশেহারা। গোষ্ঠীকোন্দল প্রবল আকার নিয়েছে। যার জন্য খোদ কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে ঘেরাও করে রাখা হয়েছিল। এই আবহে সোমবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন মোহন ভাগবত। তাঁর এই দু’দিনের সফরে বেলুড়, দক্ষিণেশ্বরে যাওয়ার কথা। তবে সংঘ প্রধানের রাজনৈতিক কর্মসূচি এখনও অজানা।

এদিকে তাঁর এই সফর আগাম ঠিক করা ছিল না বলেই জানা যাচ্ছে। হঠাৎ বঙ্গ–সফরে তিনি কেন এলেন?‌ সেটা এখনও পরিষ্কার নয়। চলতি বছরের জানুয়ারি মাসে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে পাঁচদিনের বঙ্গ–সফরে এসেছিলেন মোহন ভাগবত। পাঁচদিনের ওই সফরে সংগঠনের কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিলেন। এমনকী জনসভাও করেছিলেন ভাগবত। গত ২৩ জানুয়ারি শহিদ মিনারে তাঁর সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতারা। এবার এই দু’‌দিনের সফরে কোনও বিজেপি নেতা তাঁর সঙ্গে দেখা করেন কিনা সেটাও দেখার বিষয়।

অন্যদিকে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন রয়েছে। আর তা নিয়ে বেশ চিন্তিত বিজেপি। কারণ নিজেদের সমীক্ষা রিপোর্ট বলছে, সর্বোচ্চ বাংলা থেকে ৯টি আসন পেতে পারে বঙ্গ–বিজেপি। আর সেটা যদি হয় তাহলে হবে বড় সেটব্যাক। যেখানে ১৮টি সাংসদ ছিল। পরে দুটি কমে হয় ১৬। আর সেখান থেকে ৯ হওয়া মানে রাজনৈতিকভাবে চরম প্রত্যাখ্যান। সেক্ষেত্রে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আর খুঁজে পাওয়া যাবে না বঙ্গ–বিজেপিকে। এই তথ্য আছে সংঘ প্রধানের কাছেও। তাই এই ঘন ঘন বঙ্গ সফর। তাছাড়া আরএসএসের শাখা বাড়ানোও একটা লক্ষ্য।

আরও পড়ুন:‌ রাজ্যপাল নিজের একমাসের বেতন দিচ্ছেন মুখ্যমন্ত্রীর তহবিলে!‌ কেন এমন সিদ্ধান্ত?

আর কী জানা যাচ্ছে?‌ ২০২৫ সালের মধ্যে বাংলার প্রত্যেকটি ব্লকে কমপক্ষে একটি শাখা যাতে শক্তিশালী হয়ে ওঠে সেটাতেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন আরএসএস প্রধান বলে সূত্রের খবর। তাই তাঁর এই সফর বলে মনে করা হচ্ছে। আজ,মঙ্গলবার সকালে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের মঠে যান তিনি। বিকেলে যাবেন বেলুড় মঠে। বেলুড় মঠ অডিটরিয়ামে মঠের সদস্যদের সঙ্গে দেখা করবেন সংঘ প্রধান। পরের দিন বুধবার সকালে দক্ষিণেশ্বরে যাওয়ার কথা মোহন ভাগবতের। তারপর দুপুরের বিমানে বেঙ্গালুরু রওনা দেবেন তিনি। তবে কলকাতার কেশব ভবনে দলীয় নেতৃত্বর সঙ্গে বৈঠক করবেন কিনা তা সেটা স্পষ্ট নয়।