Abhishek Banerjee: ‘ইডির সমনে সাড়ায় না, আগে জানাননি কেন?’ অভিষেককে প্রশ্ন করে মামলা বুধে করল বেঞ্চ

পিছিয়ে গেল বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি। মঙ্গলবার সাড়ে ১২টার সময় এই মামলার শুনানি ছিল। সূত্রের খবর, ফাইলিং সেকশন থেকে সংশ্লিষ্ট মামলার কপি ডিভিশন বেঞ্চে আসেনি। তাই মামলা একদিন পিছিয়ে দিয়েছেন বিচারপতিদ্বয়। বুধবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। 

আদালতের নির্দেশ মতো মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলেছিল ইডি। কিন্তু দিল্লিতে দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকায় তিনি হাজির হতে পারেননি। লিখিত ভাবে তা ইডিকে জানাননি অভিষেক। বিচারপতি সৌমেন সেন অভিষেকের আইনজীবীর কাছে জানাতে চান, ‘আপনার মক্কেলের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে তা তদন্তকারী সংস্থাকে জানাননি কেন? উনি যে যাবেন না সেটা আগে ইডিকে জানানো জরুরি ছিল।’

(পড়তে পারেন। সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন অভিষেক, চাপে কি ইডি?‌)

জবাবে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত বলেন, ‘প্রতিবার রাজনৈতিক কর্মসূচির দিন আমার মক্কেলকে ডাকা হয়।এর আগে তিনি একাধিকবার হাজিরা দিয়েছেন। এমন কি এই মামলায় ইডি-র তদন্তকারী অফিসারকেও সরানো হয়েছে।’

এর পর বিচারপতি বুধবার শুনানির কথা বলেন। মামলার প্রতিলিপি সবপক্ষকে দিতে বলেন। 

 নিয়োগ সংক্রান্ত মামালায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তির হিসাব চান বিচারপতি অমৃতা সিনহা। ওই সংস্থার অন্যতম ডিরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় তলব করে ইডি। তাঁর বাবাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। দিল্লিতে দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকা হাজিরা এড়িয়েছেন অভিষেক।

এর আগে বিচারপতি সিনহা নির্দেশ দেন ৩ অক্টোবর তদন্ত প্রক্রিয়ায় যাতে কোনও ব্যাঘাত না হয়। এই নির্দেশ কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, তাঁর মতামত না শুনেই বিচারপতি নির্দেশ দিয়েছেন। তদন্তকারী সংস্থার পদক্ষেপ কী করে আদালত নিয়ন্ত্রণ করে তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।