Kolkata Airport: পুজোর আগে ঢেলে সাজছে কলকাতা বিমানবন্দর,ঝকঝকে হচ্ছে পরিকাঠামো

পুজোর আগে ঢেলে সাজানো হচ্ছে কলকাতা বিমানবন্দরকে। মূলত তিনটি ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়া হচ্ছে। যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বৃদ্ধির ক্ষেত্রে এবার বড় উদ্যোগ নেওয়া হচ্ছে কলকাতা এয়ারপোর্টে। ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ দুর্গাপুজোর আগেই এই কাজ করার ব্যাপারে অনুমোদন দিয়েছে বলে খবর। 

দুর্গাপুজো মানেই ছুটির মরশুম। দূর দেশে যাঁরা থাকেন, ভিনরাজ্যে যাঁরা থাকেন তাঁদের অনেকেই বাড়ি ফেরেন এই সময়। এমনকী বাংলায় কর্মরত অনেকেই ফিরে যান ভিনরাজ্যে তাঁদের বাড়িতে। উৎসবের মরশুমে কলকাতা বিমানবন্দরে ভিড়ও থাকে যথেষ্ট। সেক্ষেত্রে পুজোর আগেই বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের কাজ করছে। 

এয়ারপোর্টের এক আধিকারিক টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়া হচ্ছে। 

বর্তমানে কলকাতা এয়ারপোর্টের যে পরিকাঠামো রয়েছে তাতে দেখা যাচ্ছে প্রতি ঘণ্টায় ৩৫টি করে ফ্লাইট ওঠা নামা করতে পারে। কিন্তু এবার এয়ারপোর্টের পরিকাঠামো বৃদ্ধি করা হলে আরও বিমান ওঠানামা করতে পারে। আরও ৪০টি বে তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। 

মূলত তিনটি ক্ষেত্রে কলকাতা বিমানবন্দরের পরিকাঠামো উন্নয়নের কাজ করা হচ্ছে। ট্যাক্সি ট্র্যাককে সম্প্রসারিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর জেরে  যে ফ্লাইটগুলি উড়ে যাবে সেগুলি দ্রুত রানওয়েতে আসতে পারবে। তিনটি Rapid Exit Taxiways থাকলে যে বিমানগুলি অবতরণ করছে সেগুলি দ্রুত ল্যান্ডিং এরিয়া থেকে সরে যেতে পারবে। আর ১০টি অতিরিক্ত পার্কিং বে তৈরি থাকলে এয়ারক্রাফট পার্কিং করা অনেকটাই সুবিধাজনক হবে। সব মিলিয়ে পুজোর মুখে একেবারে সাজো সাজো রব কলকাতা বিমানবন্দরে। 

কলকাতা বিমানবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর। দেশ বিদেশের প্লেন ওঠানামা করছে এখানে। হাজার হাজার বিমান যাত্রী এই প্লেনে যাতায়াত করছেন। যাত্রীদের এই চাপ সামলানোর জন্য এবার বড় উদ্যোগ নেওয়া হল। সব মিলিয়ে এর জেরে বিমান ওঠানামা, পার্কিং সহ সব ক্ষেত্রেই সুবিধা হবে।