Malaria Vaccine: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-সেরাম ইন্সটিটিউটের ম্যালেরিয়ার টিকাকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

<p><strong>ম্যালেরিয়ার বিরুদ্ধে যুদ্ধে বড় সাফল্য! </strong></p>
<p>বর্ষা মানেই মশাবাহিত রোগের বাড়বাড়ন্ত। ভারতেও বর্ষাকাল মানেই ডেঙ্গির সঙ্গে দাপট বাড়ায় ম্য়ালেরিয়া। এ বছরও বহু মানুষ আক্রান্ত হয়েছেন ম্যালেরিয়ায়। এবার মশাবাহিত রোগ, কোনও কোনও ক্ষেত্রে প্রাণঘাতী অসুখ ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য একটি টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। <strong>R21/Matrix-M</strong> ম্যালেরিয়া ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা এবং ভারতের সেরাম ইনস্টিটিউট এই টিকা তৈরি করেছেন। এটি ম্যালেরিয়ার দ্বিতীয় টিকা। ম্যালেরিয়ার জন্য দুই বছর আগে টিকা আবিষ্কার করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেটি ছিল ম্যালেরিয়ার প্রথম টিকা। এবার এল নতুন টিকা।&nbsp;</p>
<p>&nbsp;প্রাক-ক্লিনিকাল এবং ক্লিনিকাল ট্রায়াল থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এই অনুমোদন । এই টিকা ম্যালেরিয়ার বিরুদ্ধে উচ্চ কার্যকারিতা দেখিয়েছে। উভয় মৌসুমী এবং বহুবর্ষজীবী ম্যালেরিয়া সংক্রমণে সহজাত প্রতিরোধ গড়ে তুলতে পারে এই ভ্যাকসিন। বিশ্বের দ্বিতীয় এই ম্যালেরিয়া ভ্যাকসিন যা শিশুদের দেওয়ার উপর ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।</p>
<p>বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকার নাম ছিল <strong>RTS,S/AS01 (RTS,S)</strong>&nbsp;<strong>&nbsp;</strong>। এবার <strong>R21/Matrix-M । R21/Matrix-M</strong> ম্যালেরিয়া ভ্যাকসিন অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII), Novavax-এর সহায়ক প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে। ম্যালেরিয়ার এই ভ্যাকসিনটি প্রয়োজনীয় নিরাপত্তা,গুণমান এবং কার্যকারিতার মান পূরণ করার পরেই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তরফে সেটি ব্যবহারের জন্য সুপারিশ করা হয়েছে।&nbsp;&nbsp;</p>
<p>ম্যালেরিয়া আক্রান্ত হয়ে প্রতিবছর শিশু ও নবজাতকের মৃত্যু হয়। ২০২৪ সালের গোড়া থেকে দক্ষিণ আফ্রিকার কিছু দেশে এই টিকা ব্যবহার করা যাবে বলে জানা গিয়েছে। &nbsp;যেমন ঘানা, নাইজেরিয়া এবং বুরকিনা ফাসোতে এই ভ্যাকসিন ব্যবহারের জন্য লাইসেন্স দেওয়া হয়েছে।</p>
<p>মশাবাহিত এই রোগটিকে জনস্বাস্থ্যের অন্যতম শত্রু হিসেবে মনে করা হয়। সাধারণ ভাইরাসের তুলনায় এটি মানবদেহে ভেতরে ক্রমাগত আকার পরিবর্তন করে প্রতিরোধ ব্যবস্থা নিজেদের লুকিয়ে রাখতে পারে।&nbsp;</p>
<p>SII-এর সিইও আদর পুনাওয়ালা বলেন, "সুদীর্ঘ সময় ধরে, ম্যালেরিয়া বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবনে ত্রাসের মতো এসে দাঁড়িয়েছে। &nbsp;এই ভ্যাকসিনের অনুমোদন এই রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে একটি বিশাল মাইলফলক "</p>
<p>আরও পড়ুন :&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>
<h4 class="article-title "><a title="ইউরিক অ্যাসিড বেড়েছে বলে টমেটো, পেঁয়াজ ছেড়ে দিয়েছেন? ভুল ধারণা ভেঙে ফেলুন" href="https://bengali.abplive.com/lifestyle/uric-acid-diet-truths-and-myths-about-uric-acid-increase-diet-best-foods-for-a-gout-diet-1013567" target="_self">ইউরিক অ্যাসিড বেড়েছে বলে টমেটো, পেঁয়াজ ছেড়ে দিয়েছেন? ভুল ধারণা ভেঙে ফেলুন</a></h4>
<p><br /><br /></p>