Abhishek Banerjee: দিল্লির কর্মসূচি শেষ হতেই ফের অভিষেকে ডাকল ইডি, আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার তলব করেছিল ইডি। কিন্তু দিল্লি দলের কর্মসূচি থাকায় তিনি যেতে পারেননি। দিল্লি কর্মসূচি মিটতেই ফের তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ৯অগস্ট তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

১০০ দিনের কাজ, আবাস যোজনার এবং সড়ক প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগে দিল্লিতে ধর্না কর্মসূচির ডাক দিয়েছেল তৃণমূল। ২-৩ অক্টোবর এই কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ৩ অক্টোবর তলব করে ইডি। অভিষেক ঘোষণা করেন, এর আগে যখনই ইডি তাঁকে ডাক দিয়েছেন তিনি গিয়েছেন। কিন্তু দিল্লি কর্মসূচির জন্য এবার তিনি যাবেন না।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, যখন তার কোন কর্মসূচি থাকতে তখন তাঁকে ডেকে পাঠানো হচ্ছে। চলতি বছরে তৃণমলে নবজোয়ার কর্মসূচির মাঝেও অভিষেকে ডেকে পঠায় তদন্তকারী সংস্থা। সে বারও তিনি দেখা করেন। মাঝে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনও তাঁকে ডেকে পাঠায় ইডি। তিনি সেবারও ইডি সাড়ে নঘণ্টা ধরে ইডির জিজ্ঞাসাবাদের উত্তর দেন। মঙ্গলববার দিল্লির কর্মসূচির মাঝে তাঁকে ফের ইডি ডাকে। কিন্তু তিনি দলীয় কর্মসূচির জন্য যেতে পারেননি।

(পড়তে পারেন। রুজিরাকে আবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিজিওতে হাজিরা দিতে নির্দেশ)

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় আবার অভিষেক স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। তাঁকে আগামী সপ্তাহে ইডির দফতর সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। আগেও তাঁকে একাধিকবা ডাকা হয়েছিল। আর সেই ডাকে সাড়া দিয়ে রুজিরা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। আগে কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এই প্রথম নিয়োগ মামলায় রুজিরাকে ডেকে পাঠানো হল।

এই তলব নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন সংবাদমাধ্যমকে বলেন, ‘অভিষেক ফোবিয়া বিজেপি-কে তাড়া করে বেড়াচ্ছে। এবার বাড়ির কাজের লোক, গাড়ির চালককে ডাকা বাকি। তার পরও কিছু করতে পারছে না। তাই এভাবে হেনস্থা করা হচ্ছে।’

বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য এই তলব প্রসঙ্গে বলেন, ‘কেন্দ্রীয় সংস্থা যদি কোনও প্রমাণ করতে না পারে, তাহলে বার বার রক্ষাকবচের জন্য আদালতের দ্বারস্থ হচ্ছেন কেন অভিষেক? আর ED-র তলব শুনে শুনে ক্লান্ত মানুষ। আমাদের আর কোনও আগ্রহ নেই।’