Bangkok Kolkata flight: ব্যাঙ্কক কলকাতা নন-স্টপ বিমান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া

কলকাতা এবং ব্যাঙ্ককের মধ্যে ‘নন স্টপ’ বিমান পরিষেবা চালু করবে এয়ার ইন্ডিয়া। সংস্থা সূত্রে জানা গিয়েছে চলতি মাসের ২৩ তারিখ থেকে এই পরিষেবা শুরু হচ্ছে। উৎসবের মরসুমে এই পরিষেবা চালু হওয়ার ফলে দুই শহরেরই পর্যটন আরও সমৃদ্ধ হবে।

এআই ৩২২২ রাত দশটার সময় কলকাতা থেকে রওনা দেবে। বিমানটি ব্যাঙ্ককে গিয়ে পৌঁছবে রাত ২টো ৫-এ। ফেরার বিমান এআই ৩২১ ব্যাঙ্কক থেকে ছাড়বে ভোর তিনটে পাঁচে। কলকাতা পৌঁছবে ভোর চারটে দশে (সব স্থানীয় সময়)। ন্যারোবডি ফ্যামিলি এয়ারবাস চালানো হবে, যাতে ইকোনমি এবং বিজনেস ক্লাস থাকবে। সোম থেকে শনি সপ্তাহে পাঁচদিন এই বিমান পরিষেবা চলবে।

এর ফলে দুই শহরের বাণিজ্যিক এবং পর্যটনের উন্নতির পাশপাশি এয়ার ইন্ডিয়ার যাত্রীরা ব্যাঙ্ককের হয়ে লাওস, থাইল্যান্ড এবং কম্বোডিয়া যেতে পারবেন ব্যাঙ্কক এয়ারওয়েজ মাধ্যমে। এয়ার ইন্ডিয়ার সঙ্গে ইনওয়ে পার্টনাশিপও রয়েছে ব্যাঙ্কক এয়ারওয়েজের।

শাড়ির দিন শেষ? এয়ার ইন্ডিয়ার বিমান সেবিকাদের পোশাকে আসছে নয়া চমক!

প্রসঙ্গত, গত ছয় দশক ধরে এয়ার ইন্ডিয়ার বিমানসেবিকাদের শাড়িতে দেখতে অভ্যস্ত জনসাধারণ। সম্ভবত এবার সেই শাড়ির জায়গায় আসতে পারে কোনও আধুনিক পোশাক। হিন্দুস্তান টাইমস জানতে পেরেছে যে, সম্ভবত বিমানসেবিকাদের নয়া পোশাক আসতে পারে নভেম্বর থেকেই। এখানেই শেষ নয়। এয়ার ইন্ডিয়ার বিমানসেবিকাদের নয়া লুক দিতে পোশাকের দায়িত্ব সামলাচ্ছেন এক নামি ডিজাইনারও! 

জানা গিয়েছে, নামি ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা এয়ার ইন্ডিয়ার বিমানসেবিকাদের পোশাকের দায়িত্বে রয়েছেন। জানা যাচ্ছে, এয়ার ইন্ডিয়ার বিমান সেবিকাদের নয়া লুকেও থাকবে ভারতীয় ঐত্যেহর ছোঁয়া। ফলে একেবারেই যে ঘরানা পাল্টাচ্ছে পোশাকের, তা নয়।