Hangzhou Asian Games: Archers Jyothi Vennam & Ojas Deotale Beat Korean Pair To Win Gold Medal In The Compound Mixed Team Event

হাংঝাউ : ফের সোনা ভারতের ঝুলিতে। এশিয়ান গেমসে দেশের হয়ে ১৬ তম সোনা জয় তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নাম ও ওজাস দেউতালের। কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে (South Korea) পরাস্ত করে এই সাফল্য ভারতীয় তিরন্দাজদের। সোনার লড়াইয়ে কোরিয়ার সো চেওয়ান ও জু জেহুনকে ১৫৯-১৫৮ ব্যবধানে হারান জ্যোতি-ওজাস। হাংঝাউয়ে আয়োজিত প্রতিযোগিতায় এটা ভারতে ৭১তম পদক। যা এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতের সেরা পারফরম্যান্স। এর আগে কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে ৩৫ কিলোমিটার রেস ওয়াকে ব্রোঞ্জ জিতেছে ভারত।

 

এর আগে জ্যোতি-ওজাসের জুটি হারিয়েছে কাজাখাস্তানের আদেল হেক্সেনবিনোভা ও অ্যান্দ্রে তুতেন্তো জুটিকে। তাঁদের ১৫৯-১৫৫ ব্যবধানে হারান। মালয়েশিয়ার দলকে ১৫৫-১৫৮ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে ভারতীয় জুটি।

আজ পুরুষ বিভাগে জ্যাভলিনে থ্রো-তে সোনার লড়াইয়ে নামছেন বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া । এশিয়ান গেমসে সোনা জেতার দৌড়ে ঢুকে পড়েছেন লভলিন বরগোহাই-ও ( Lovlina Borgohain)। চিনের লি কিয়ানের বিরুদ্ধে ৭৫ কেজি মহিলা বক্সিংয়ের ফাইনালে নামবেন তিনি।

অলিম্পিক্সের পদকজয়ী ও বিশ্বচ্যাম্পিয়ন লভলিনা সোমিফাইনালের মঞ্চে থাইল্যান্ডের বাইসন মানেকনকে হারান। উচ্চতার সাহায্য নিয়ে প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে সরিয়ে রেখে পাল্টা আক্রমণের রাস্তা ধরে ম্যাচ বের করে নেন ভারতীয় বক্সার। খেলায় আগাগোড়া আয়ত্ত্বে রেখেই ফাইনালে জায়গা পাকা করেছেন তিনি।

এবারের এশিয়ান গেমসের মঞ্চ আগামী বছরের প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics) যোগ্যতা অর্জনের মঞ্চেও। ফাইনালে জায়গা পাকা করার ফলে যেখানেও নামা নিশ্চিত হয়ে গিয়েছে লভলিনার।

গতকালই মহিলাদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতেন অন্নু রানি (Annu Rani)। নিজের চতুর্থ প্রয়াসে ৬২.৯২মিটার দূরে জ্যাভলিন ছোড়েন ভারতীয় অ্যাথলিট। এটাই তাঁর মরশুমের সেরা থ্রো।

প্রতিযোগিতার শুরুটা কিন্তু একেবারেই মন্দ ভাবে করেননি অন্নু। নিজের প্রথম প্রয়াসে ৫৬.৯৯ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। দ্বিতীয় থ্রোয়েই মরশুম সেরা ৬১.২৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন ভারতীয় অ্যাথলিট। এই থ্রোয়ের সুবাদেই শীর্ষস্থান দখল করে নেন তিনি। শ্রীলঙ্কার নাদিশা দিলশান এবং চিনের লিউ হুইহুই কড়া টক্কর দিচ্ছিলেন ভারতীয় অ্যাথলিটকে। দুইজনেই একসময় অন্নুকে পিছনে ফেলে দিয়েছিলেন। নাদিশা এবং লিউ যথাক্রমে ৬১.৫৭ মিটার ও ৬১.২৯ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে নেন। তবে নিজের চতুর্থ থ্রোয়েই শেষ শীর্ষস্থান দখল করে নেন তিনি। এক্ষেত্রে আর কেউ তাঁকে টপকাতে পারেননি।