Lovlina Borgohain Settles For Silver In 75 Kg Category Final Get To Know

হাংঝৌ: এশিয়ান গেমসে   (Asian Games 2023) বক্সিংয়ে (Womens Boxing) পদক ভারতের ঝুলিতে। মহিলাদের ৭৫ কেজি বিভাগে রুপো জিতলেন ভারতের লভলিনা বড়গোঁহাই (Lovlina Borgohain)। চিনা তাইপেই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নেমেছিলেন লভলিনা। ফাইনালে লড়াইয়ে তাঁকে হার মানতে হয় কঠিন লড়াই শেষে। প্রথম রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই শেষে একেবারে সেয়ানে সেয়ানে প্রতিদ্বন্দ্বীতা চলছিল। কিন্তু সেখানে ৩-২ ব্যবধানে এগিয়ে যান চিনের লি কিয়ান। দ্বিতীয় রাউন্ডে লভলিনাকে দাঁড়াতেই দেননি চিনের প্রতিদ্বন্দ্বী। ক্রমাগত পয়েন্ট তুলে নেন তিনি। শেষ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে ৫-০ ব্যবধানে হারেন লভলিনা। তৃতীয় রাউন্ডেও চিনের প্রতিদ্বন্দ্বীই পয়েন্টের ব্য়বধানে এগিয়ে যাওয়ায় রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল লভলিনাকে। উল্লেখ্য, চিনের লি দুবারের অলিম্পিক্স পদকজয়ী। রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। সেই টুর্নামেন্টেই লভলিনা ব্রোঞ্জ জিতেছিলেন। 

এর আগে অলিম্পিক্সের পদকজয়ী ও বিশ্বচ্যাম্পিয়ন লভলিনা সোমিফাইনালের মঞ্চে থাইল্যান্ডের বাইসন মানেকনকে হারান। উচ্চতার সাহায্য নিয়ে প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে সরিয়ে রেখে পাল্টা আক্রমণের রাস্তা ধরে ম্যাচ বের করে নেন ভারতীয় বক্সার। খেলায় আগাগোড়া আয়ত্ত্বে রেখেই ফাইনালে জায়গা পাকা করেন তিনি। তবে ফাইনালে সোনা জয়ের লক্ষ্য পূরণ হল না তাঁর। তবে আগামী বছর প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করে ফেলেছেন লভলিনা। 

এদিকে, পুরুষদের জ্যাভলিনে আজ নামতে চলেছেন ভারতের নীরজ চােপড়া। টোকিও অলিম্পিক্স ও চলতি বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। এশিয়ান গেমসেও সোনা জয়ের লক্ষ্যে প্রবল দাবিদার নীরজ। গতকালই মহিলাদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতেন অন্নু রানি (Annu Rani)। নিজের চতুর্থ প্রয়াসে ৬২.৯২মিটার দূরে জ্যাভলিন ছোড়েন ভারতীয় অ্যাথলিট। এটাই তাঁর মরশুমের সেরা থ্রো। 

প্রতিযোগিতার শুরুটা কিন্তু একেবারেই মন্দ ভাবে করেননি অন্নু। নিজের প্রথম প্রয়াসে ৫৬.৯৯ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। দ্বিতীয় থ্রোয়েই মরশুম সেরা ৬১.২৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন ভারতীয় অ্যাথলিট। এই থ্রোয়ের সুবাদেই শীর্ষস্থান দখল করে নেন তিনি। শ্রীলঙ্কার নাদিশা দিলশান এবং চিনের লিউ হুইহুই কড়া টক্কর দিচ্ছিলেন ভারতীয় অ্যাথলিটকে। দুইজনেই একসময় অন্নুকে পিছনে ফেলে দিয়েছিলেন। নাদিশা এবং লিউ যথাক্রমে ৬১.৫৭ মিটার ও ৬১.২৯ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে নেন। তবে নিজের চতুর্থ থ্রোয়েই শেষ শীর্ষস্থান দখল করে নেন তিনি। এক্ষেত্রে আর কেউ তাঁকে টপকাতে পারেননি।