Neeraj Chopra | Asian Games 2023: সোনার পদক থাকল নীরজেরই, রুপোয় হৃদয় ছুঁলেন কিশোর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপ্রতিরোধ্য নীরজ চোপড়া (Neeraj Chopra)! কে থামাবে দেশের ‘সোনার ছেলে’কে! যা হওয়ার ছিল, ঠিক সেটাই হল। চিনের হাংঝাউতে শেষ হাসি হাসলেন সেই নীরজ। গত অগস্টে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships Finals) সোনা জেতার ইতিহাস লিখেছিলেন নীরজ। কয়েক মাসের ব্য়বধানে ফের সোনার পদক নীরজের। ২০১৮ সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়াডে নীরজ পেয়েছিলেন সোনা। সেই পদক কাউকে নিতে দিলেন না এবার। বুধবার দেশের ‘গোল্ডেন বয়’ ৮৮.৮৮ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে ব্যাক-টু-ব্যাক এশিয়াড সোনা (Asian Games 2023) জিতলেন।

আরও পড়ুন: World Cup 2023: চৌত্রিশে পেয়েছেন অধিনায়কত্ব! আক্ষেপ না অভিযোগ? রেয়াত করলেন না রোহিত

নীরজ হাংঝাউতে হেসে খেলে সোনা জিতে নেবেন বলেই অনেকে মনে করেছিলেন। কারণ পাকিস্তানের আরশাদ নাদিম (Arshad Nadeem) চোটের জন্য, শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেওয়ায় নীরজের কাজটা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল। তবে এদিন নীরজকে জাপান, চিন, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, ইন্দোনেশিয়া, হংকং, চিনা তাইপেই এবং কোরিয়ার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়তে হল না, নীরজ লড়লেন দেশের আরেক বীর জ্যাভলিন থ্রোয়ারের সঙ্গে। তিনি কিশোর কুমার জেনা ( Kishore Kumar Jena)! দুই ভারতীয় এদিন এশিয়ান মঞ্চে লড়াই করলেন শ্রেষ্ঠত্বের জন্য়। এ এক ঐতিহাসিক দিন। অসাধারণ মুহূর্ত!

এদিন নীরজের প্রথম থ্রোটি ৮৫ মিটারের আশেপাশে ছিল বলেই মনে হচ্ছিল খালি চোখে, তবে ম্য়াচ আধিকারিকরা দীর্ঘক্ষণ ভাবনাচিন্তার পর সেই থ্রো বাতিল করে নীরজকে পুণরায় ছু়ড়তে বলেন। দ্বিতীয় প্রচেষ্টায় নীরজের প্রথম থ্রো ৮২.৩৮ মিটার স্পর্শ করে। এরপর দ্বিতীয় থ্রোয়ে নীরজের জ্য়াভলিন ছুঁয়ে ফেলে ৮৪.৪৯ মিটার। তৃতীয় থ্রোয়ে নীরজ ফাউল করেন। চতুর্থ থ্রোয়ে নীরজ ছুঁড়ে ফেলেন ৮৮.৮৮ মিটার। পঞ্চম থ্রোয়ে নীরজের বল্লম স্পর্শ করে ৮০.৮০ মিটার। ষষ্ঠ থ্রো নীরজের বাতিল হয়ে যায়। অন্যদিকে এদিন কিশোরের বল্লম প্রথম থ্রোয়ে ৮১.২৬ মিটার দূরে গিয়েছিল। ক্লিয়ার থ্রোটি সঙ্গে সঙ্গে ফাউল বলে জানিয়ে দেন ম্য়াচ আধিকারিক। তুলে ধরেন লাল পতাকা। ছুটে আসেন নীরজ। স্বদেশীয়র সঙ্গে অন্যায় হল, তা তিনি বুঝে গিয়েছিলেন, কারণ খুব ভালো করে তিনি লক্ষ্য করেছিলেন কিশোরের থ্রো। এরপর নীরজ-কিশোর মিলে রিভিউয়ের কথা বলায় সিদ্ধান্ত বদলায়। এদিন তৃতীয় থ্রোয়ে কিশোর ৮৭.৫৪ মিটার ছু়ড়ে দিয়েছিলেন, তখন কিন্তু নীরজের  ৮৮.৮৮ মিটার থ্রো হয়নি। অনেকেই মনে করেছিলেন যে, নীরজের মঞ্চে আলো কেড়ে নেবেন কিশোর। তবে শেষ পর্যন্ত কিশোরের শেষ হাসি কেড়ে নিয়েছিলেন নীরজ। কিশোরের এদিন প্রথম পাঁচটি থ্রোয়ের দূরত্ব ছিল যথাক্রমে ৮১.২৬, ৭৯.৭৬, ৮৬.৭৭, ৮৭.৬৫ মিটার। নীরজের মতো কিশোরের ষষ্ঠ থ্রোটিও ফাউল হয়ে যায়। তবে ইভেন্ট শেষের পর নীরজ-কিশোরের এক পতাকায় মুড়ে থাকার মুহূর্তটিই দেশবাসীর মনে থেকে যাবে।

আরও পড়ুন: World Cup 2023: রীতিমতো তিতিবিরক্ত বিরুষ্কা! প্রকাশ্যেই জানালেন তাঁরা, অন্য ঝড় আছড়ে পড়ল এবার

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)