Asian Games 2023: এশিয়ান গেমসে কমপাউন্ড তিরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগে সোনা ভারতের

<p style="text-align: justify;"><strong>হাংঝাউ:</strong> <a title="এশিয়ান গেমস" href="https://bengali.abplive.com/topic/asian-games" data-type="interlinkingkeywords">এশিয়ান গেমস</a>ে কমপাউন্ড তিরন্দাজি ইভেন্টে সোনা জয় ভারতের। দেশের হয়ে পদক জিতলেন ভেনাম জ্যোথি সুরেখা, স্বামী আদিতি গোপীচাঁদ ও পরনীত কৌর। কমপাউন্ড তিরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগের ফাইনালে চিনা তাইপের বিরুদ্ধে জয় পেল ভারত। ২৩০-২২৯ ব্য়বধানে জয় ছিনিয়ে নেন জ্যোথি, আদিতিরা। এদিন প্রথম সেটে ৫৪-৫৬ পিছিয়ে পড়েছিল <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>। তবে পরের তিনটি সেটে টানা জয় ছিনিয়ে নেন ভারতের মেয়েরা। অল্প ব্যবধান হলেও দ্বিতীয় সেট ৫৮-৫৫ ব্যবধানে জিতে ১ পয়েন্টে এগিয়ে যান আদিতিরা। তৃতীয় সেটে ফের কামব্যাক করে চিনা তাইপে দল। তারা এই সেট জিতে নেন ৬০-৫৯ ব্যবধানে। তবে শেষ সেটে ৫৯-৫৮ ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করেন ভারতের মেয়েরা। এর আগে তিরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপেও মহিলাদের দলগত কম্পাউন্ড বিভাগে সোনা জিতেছিলেন ভারতের এই তিনকন্যা। এই জয়ের ফলে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত এবারের এশিয়ান গেমসে মোট ১৯টি সোনা জিতে ফেলল ভারত। পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে তারা।</p>
<p style="text-align: justify;"><strong>হার সিন্ধুর</strong></p>
<div class="article-data _thumbBrk uk-text-break">
<p>এদিকে, এশিয়ান গেমসের&nbsp; মহিলাদের ব্য়াডমিন্টনের সিঙ্গলসে দৌড় শেষ পি ভি সিন্ধুর। ২ বারের অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় শাটলারকে কোয়ার্টার ফাইনালেই দৌড় শেষ করতে হল। সেমিতে ওঠার লড়াইয়ে তিনি হেরে গেলেন চিনের হে বিংজিয়াওর বিরুদ্ধে। খেলার ফল সিন্ধুর বিপক্ষে ১৬-২১, ১২-২১। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে রানার্স আপ হয়েছিলেন হায়দরাবাদি শাটলার। তবে এবার খালি হাতেই ফিরতে হল তাঁকে। এদিনের খেলায় মোট ৪৭ মিনিটের লড়াই শেষে হার মানেন সিন্ধু। প্রি কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমাকে ২১-১৬, ২১-১৬ ব্যবধানে হারিয়েছিলেন হায়দরাবাদি। চলতি বছরে এখনও পর্য়ন্ত মােট সাতটি টুর্নামেন্টে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছে সিন্ধুকে। এমনকী কোনও খেতাব এই বছর ঘরে তুলতে পারেননি ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার গার্ল।&nbsp;</p>
<p>গতকাল ট্র্যাক অ্য়ান্ড ফিল্ডে ভারতের সাফল্যের ধারা অব্যাহত ছিল।&nbsp;সোনা জিতেছিল ভারতের ৪ X ৪০০ মিটার পুরুষদের রিলে দৌড়ের দল। যে দলে ছিলেন মহম্মদ আনাস ইয়াহিয়া, অমোজ জেকব, মহম্মদ আজমল ও রাজেশ রমেশ। ফাইনালে ৩:০১.৫৮ সেকেন্ডে দৌড় শেষ করেন তাঁরা।</p>
<p>অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নীরজ চোপড়ার স্বপ্নের দৌড় অব্যাহত। <a title="এশিয়ান গেমস" href="https://bengali.abplive.com/topic/asian-games" data-type="interlinkingkeywords">এশিয়ান গেমস</a>ে) জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন ভারতীয় তারকা। সেই সঙ্গে রুপোও এল ভারতের ঘরে। নীরজের ঠিক পিছনে শেষ করে রুপো জিতলেন কিশোরকুমার জেনা ।</p>
</div>