Bengal Flood Situation: ক্যামাক স্ট্রিট থেকে সরকার চলছে, সিএম মিসিং… তোপ শুভেন্দুর, ম্যানমেড বন্যা, বলছে তৃণমূল

ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে। বাংলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। খানাকুলে দুর্গতদের ক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল এমপি অপরূপা পোদ্দার। তিনি পালটা কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছেন। ম্যান মেড বন্যা বলে কটাক্ষ করলেন তিনি। তবে তার মধ্যেই টুইট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি নবান্ন নয়, ক্যামাক স্ট্রিট থেকে সরকার চলছে।

অনেকের মতে, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অফিস রয়েছে। সেক্ষেত্রে কি বর্তমানে সরকারি প্রশাসনের ভরকেন্দ্র ক্যামাক স্ট্রিট নির্ভর হয়েছে?

শুভেন্দু এক্স হ্যান্ডেলে লিখেছেন, বুধবার উত্তর সিকিমে মেঘ ভাঙা বৃষ্টি। তার জেরে তিস্তা হড়পা বান। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি। সিকিমের সঙ্গে লাগোয়া জেলাগুলিতে ক্ষতির মুখে পড়েছে।

 

পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান বীরভূম, হাওড়া, পূর্বমেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা ডুবে গিয়েছে। মুখ্যসচিবের কাছে অনুরোধ করছি প্রশাসন যাতে সক্রিয় হয় সেটা দেখা হোক।

তবে মুখ্য়মন্ত্রীকে কাজ করতে দেখা যাচ্ছে না অসুস্থতার জন্য, রাজ্য সরকার নবান্নের জায়গায় ক্যামাক স্ট্রিট থেকে চলছে। এখন দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে।

এখন মুখ্য়সচিবের উচিত ডিভিসির সঙ্গে যাতে সেচ দফতরের নিয়মিত সমণ্বয় থাকে সেটা দেখা দরকার। তিস্তার উপর নজর রাখা দরকার। দুর্গত মানুষরা যাতে ত্রাণ যথাযথ পান সেটা দেখার জন্য যেন তিনি আর্জি জানান।

কার্যত সিকিমের প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। জলপাইগুড়ি ও কোচবিহারের মেখলিগঞ্জ এলাকা, তিস্তা সংলগ্ন এলাকা জলমগ্ন। সমানে বৃষ্টি হচ্ছে। সিকিমে আটকে পড়েছেন পর্যটকরা। ত্রাণের জন্য় চলছে হাহাকার। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা প্লাবিত। ডিভিসির জল ঢুকে পড়েছে নীচু এলাকা। ত্রাণ নিয়ে ক্ষোভ বাড়ছে। তার মধ্য়েই রাজ্যপাল গিয়েছেন উত্তরবঙ্গে। গোটা রাজ্য়ে যখন এই পরিস্থিতি তখন রাজভবন অভিযানে তৃণমূল।

তবে তৃণমূলের দাবি, কেন্দ্রীয় সরকার এত উন্নত প্রযুক্তির কথা বলে, কিন্তু এভাবে অপরিকল্পিতভাবে কেন ডিভিসির জল ছাড়া হয় সেটা দেখা দরকার।