ODI World Cup 2023 New Zealand Won Toss Choose To Field Know Both Team Squads And Other Details

আমদাবাদ: আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2023) ঢাকে কাঠি পড়ে গেল। প্রথম ম্যাচে আজ আমদাবাদে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড (England vs New Zeland)। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ড (New Zeland) অধিনায়ক টম ল্যাথাম (Tom Latham)। আগেই ঠিক ছিল যে কেন উইলিয়ামসন খেলবেন না এই ম্যাচে। তাঁর বদলেই নেতৃত্বের দায়িত্ব আজকের ম্যাচে টমের কাঁধে। অন্যদিকে কিউয়ি শিবির পাবে না টিম সাউদিকেও। এছাড়াও ইশ সোধিকে ছাড়াই একাদশ সাজানো হয়েছে। অন্য়দিকে ইংল্যান্ড শিবিরে একাদশে নেই বেন স্টোকস, রিস তোপলে, অ্যাটকিনসন ও ডেভিড উইলি। 

আঙুলের অস্ত্রোপচারের পর ভারতে পৌঁছে দলের সঙ্গে যোগ দিয়েছেন টিম সাউদি। তবে তিনি এখনও ফিট হননি। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে পাবে না নিউজ়িল্যান্ড। অন্যদিকে, দুটি প্রস্তুতি ম্যাচে খেললেও, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেই উইলিয়ামসন। লম্বা টুর্নামেন্টের কথা মাথায় রেখে তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না কিউয়ি শিবির। উইলিয়ামসনের পরিবর্তে বৃহস্পতিবার নিউজ়িল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।


চোটমুক্ত নয় ইংল্যান্ড শিবিরও। আমদাবাদে খোঁজ নিয়ে জানা গেল, বিশ্বকাপের প্রথম ম্যাচেই অনিশ্চিত তারকা ক্রিকেটার বেন স্টোকস। তাঁর চোট রয়েছে বলে ইংল্যান্ড শিবির থেকে জানা গেল। বিশ্বকাপের কথা মাথায় রেখে ওয়ান ডে ক্রিকেটে অবসর ভেঙে ফিরেছেন স্টোকস। কিন্তু তারকা অলরাউন্ডারের বৃহস্পতিবার খেলা নিয়ে প্রশ্ন রয়েছে। স্টোকসের পরিবর্তে হ্যারি ব্রুককে তৈরি রাখছে ইংল্যান্ড শিবির।

ইংল্যান্ডের সামনে এবার খেতাব রক্ষার লড়াই। ভারতের পরিবেশ-পরিস্থিতিতে কেমন খেলবে ইংল্যান্ড, দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। তবে ২০১৬ সালে ভারতের মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ইংল্যান্ড। জস বাটলার থেকে শুরু করে জনি বেয়ারস্টো, মঈন আলি – আইপিএলের অভিজ্ঞতা সম্পন্ন এক ঝাঁক ক্রিকেটার রয়েছে দলে। এবারও ভাল পারফরম্যান্সের স্বপ্ন দেখছে ইংরেজ বাহিনি। অন্যদিকে, উইলিয়ামসন ও সাউদিকে ছাড়া ইংল্যান্ডকে বেগ দিতে লড়াই করতে হবে কিউয়ি শিবিরকে। কোনওদিন বিশ্বকাপ না জেতা নিউজ়িল্যান্ড চাইবে ট্রফি জিতে দেশে ফিরতে। আজ থেকে খেতাব দখলের জন্য আগামী ৪৫ দিন ১০টি দল লড়াই করবে।